কেবল মঙ্গলবারই নয়, শনিবারও করা হয় হনুমানজির পুজো, কেন জানেন
ODD বাংলা ডেস্ক: মঙ্গলবার হনুমান জির পুজো করলে পারিবারিক শান্তি বজায় থাকে। শুধু তাই নয়, খারাপ দৃষ্টির প্রভাবও কমতে শুরু করে। মেলে আরও অনেক উপকার। কিন্তু মঙ্গলবারই বা কেন হনুমান জি-এর পুজো করতে বলা হয়?
আসলে মরুথি মঙ্গলবার জন্ম গ্রহণ করেছিলেন। আর সেদিন ছিল পূর্ণিমা। তাই তো এমনটা বিশ্বাস করা হয় যে মঙ্গলবার হনুমান জি-এর পুজো করলে দারুন উপকার মেলে। আর যদি কেউ মঙ্গলবার সময় করে উঠতে না পারেন, তাহলে শনিবারও শ্রী হনুমানের পুজো করা যেতে পারে। আসলে শনিবার হনুমানজির পুজো করার পিছনে একটি গল্প রয়েছে।
হিন্দু শাস্ত্রের একাধিন প্রাচীন গ্রন্থেও এই গল্পের সন্ধান পাওয়া যায়। সেখানে লেখা রয়েছে রাবণ তার ছেলে মেঘনাথকে অপরাজেয় করে তোলার উদ্দেশ্য়ে একবার কঠোর তপস্যা শুরু করেছিলেন। কিন্তু যেন তেন প্রকারেন ভগবান শীব এবং বিষ্ণু এই ক্ষমতা মেঘনাথকে দিতে চাইছিলেন না। সে খবর রাবনের কানে পৌঁছানো মাত্র তিনি নটি গ্রহকে অপহরণ করে এমন এক জায়গায় বন্দি বানিয়ে রাখেন যে সেখান থেকে পালানো এক প্রকার অসম্ভব ছিল। এই সময়ই হনুমান জি, দেবী সীতার খোঁজে লঙ্কায় এসে পৌঁছেছিলেন এবং তিনিই প্রথম দেখতে পান একটি অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখা হয়েছে গ্রহদের। এই দেখে তিনি তাদের মুক্ত করে দেন। এই ঘটনার পর নটি গ্রহের অন্যতম শনিদেব এতটাই প্রসন্ন হন যে তিনি হনুমান জিকে আশীর্বাদ করে বলেন তার খারাপ দৃষ্টি কখনও হনুমান জি এবং তার ভক্তদের উপর পরবে না। এই কারণেই তো শনিবার শ্রী হনুমানের পুজো করা হয়ে থাকে।
Post a Comment