বুদ্ধপূর্ণিমার দিন করুন এই কাজগুলি, শুভ ফল পাবেন হাতেনাতে



ODD বাংলা ডেস্ক: বুদ্ধ পূর্ণিমা হিন্দু ও বৌদ্ধ ধর্মালম্বিদের পবিত্রতম উৎসব। এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহন করেছিলেন, এরপর সিদ্ধি লাভ করে মহা নির্বাণ লাভ করেছিলেন। তাই এই দিনটি খুবই শুভ দিন। জ্যোতিষশাস্ত্র মতে এই সময় বিশেষ কয়েকটি রীতি নিতি মেনে চললে সব সমস্যা কেটে যায়, জেনে নিন -
  • পুরাণ আনুসারে পূর্ণিমার দিন ভগবান শ্রী বিষ্ণু গঙ্গা জলে বাস করেন, তাই এই দিন গঙ্গা জলে স্নান করা আবশ্যিক। গঙ্গা জল দিয়ে আচমন বা স্নান করলেই পুণ্য লাভ হয়। 
  • পূর্ণিমার দিন সকালে উঠে মা লক্ষ্মীর দর্শন করুন। শাস্ত্র মতে মানুষের হাতের তালুতে মা লক্ষ্মী, গোবিন্দ ও সরস্বতী অধিষ্ঠান করেন। তাই এই দিন সকালে উঠে নিজের হাতের তালুর দিকে তাকান।
  • পূর্ণিমাতে অবশ্যই চাঁদ দর্শন করতে হবে। এই দিন চাঁদের দিকে কিছুটা সময় তাকিয়ে থাকুন। তারপর চন্দ্র দেবকে নিজের মনের ইচ্ছা জানান।
  • অবিবাহিত মহিলারা এই সময় সূর্য ও চন্দ্রের পূজা করলে তা ফলদায়ী হয়। কথিত রয়েছে এমন আরাধনার ফল হিসাবে সুদর্শন পাত্র পাওয়া যায়।
  • জীবনে ধন সম্পত্তি, প্রেম ফিরে পেতে এই সময় লক্ষ্মীর আরাধনা যেমন ফলদায়ী, তেমন শ্রী কৃষ্ণের পূজাও প্রয়োজনীয়। যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন তাদের জন্য এই পূর্ণিমা অতি শুভ ফলদায়ক। এছাড়াও দীর্ঘদিন ধরে যারা শরীর খারাপে ভুগছেন তাদের জন্য শুভ ফলদায়ক এই পূর্ণিমা।
  • পূর্ণিমা চলাকালীন অশ্বথ গাছের নীচে একটি প্রদিপ জালিয়ে রাখুন। সেখানে জল ও দুধ দিয়ে নিজের মনের ইচ্ছা জানান। এই কাজটি করলে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন সহজেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.