ঈদের স্পেশাল ডিনারে শেষ পাতে ফিরনি চা-ই চাই, দেখে নিন চটজলদি রেসিপি


ODD বাংলা ডেস্ক: ঈদের ডিনারে শেষপাতে ফিরনি দিয়ে জমিয়ে দিন। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিন ফিরনি।

উপকরণ-
  • বাসমতি চাল (ধুয়ে রাখা) - ১/৪ কাপ
  • দুধ- ৭৫০ মিলিলিটার 
  • চিনি- ৮ চা চামচ 
  • কাজু বাদাম এবং কাঠ বাদাম কুচি- ২ চা চামচ 
  • এলাচ গুঁড়ো- ১/২ চা চামচ 
  • গোলাপ জল- ১ চা চামচ 
প্রণালী-
  • প্রথমে ভাল করে ধুয়ে রাখা বাসমতি চাল মিক্সারে বেটে নিন।
  • এবার একটি প্যান গরম করে তাতে দুধ ফোটাতে দিন।
  • গরম দুধের মধ্যে বেটে রাখা চাল ঢেলে দিন এবং সমানে নাড়াতে থাকুন, যাতে লাম্প তৈরি না হয়। 
  • এরপর ততক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না দুধ ৩ ভাগের ১ ভাগ না হয়ে যায়।
  • এরপর এর মধ্যে চিনি দিয়ে দিন।। চিনি দিয়ে ৩-৪ মিনিট নাড়াতে হবে।
  • এবার এর মধ্যে কুচোনো কাঠবাদাম এবং কাজুবাদাম দিয়ে দিন। তাতে দিন এলাচ গুঁড়ো।
  • এবার নামিয়ে ঠান্ডা করে ওপর থেকে পেস্তা কুচি এবং বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন ফিরনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.