জুনেই ১৫ রাজ্যের ৫৭ আসনে রাজ্যসভা নির্বাচন, জেনে নিন দিনক্ষণ

ODD বাংলা ডেস্ক: আগামী কয়েক মাসের মধ্যেই দেশের বেশ কিছু রাজ্যসভা আসনে নির্বাচন হতে চলেছে৷ ইতিমধ্যেই তার দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ আগামী জুন মাসেই দেশের সংসদের উচ্চকক্ষের গুরুত্বপূর্ণ ৫৭টি আসনে নির্বাচন হতে চলেছে৷ যাতে অংশ নেবে দেশের ১৫টি রাজ্য। 

নির্বাচন কমিশন জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, ওড়িশা, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড,বিহার, ঝাড়খণ্ড ও হরিয়ানা, এই ১৫ রাজ্যের ৫৭ রাজ্য সভা আসনে নির্বাচন হবে আগামী ১০ জুন (বৃহস্পতিবার)। 

জুন এবং আগস্টের মধ্যে বিভিন্ন তারিখে রাজ্যসভার একাধিক সদস্যদের অবসর নেওয়ার কথা রয়েছে৷ সে কারণে ১৫ টি রাজ্য থেকে ৫৭ টি রাজ্যসভার আসন শূন্য হবে৷ তাই জুনেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

রাজ্য সভা থেকে অবসর গ্রহণকারীদের মধ্যে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন।কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি, কংগ্রেস নেতা অম্বিকা সোনি, জয়রাম রমেশ এবং কপিল সিবাল। বিএসপি-র সতীশ চন্দ্র মিশ্র। এঁরা ২১ জুন থেকে ১ আগস্টের মধ্যে অবসর নিচ্ছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.