বিয়ের ছয় বছর পরেও নাতি-নাতনি না হওয়ায় ছেলের বিরুদ্ধে মামলা করল বাবা!
ODD বাংলা ডেস্ক: ছেলের বিয়ে দিয়েছেন ৬ বছর হয়ে গেল। তবে এখনও নাতি বা নাতনির মুখ দেখতে পারেননি। আর এ আক্ষেপ থেকেই একমাত্র ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক দম্পতি। ঘটনাটি উত্তরাখণ্ডের।
আগামী এক বছরের মধ্যে যদি ছেলের ঘরে নাতি বা নাতনির জন্ম না হয় তাহলে ৫ কোটি টাকার অর্থ ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে বলে দাবি করেছেন সঞ্জীব (৬১) ও সন্ধ্যা (৫৭) প্রসাদ নামে ওই দম্পতি। যদিও ওই দম্পতির ছেলে বা ছেলের স্ত্রীর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি বলে খবর।
জানা গিয়েছে, মানসিক হয়রানির অভিযোগের ভিত্তিতে অস্বাভাবিক এই মামলাটি করা হয়েছে। মামলায় তারা অভিযোগ করেছেন, ছেলের বিয়েতে অনেক টাকা খরচ করেছেন। ছেলেকে গড়ে তুলতে তিনি নিজের সব সঞ্চয় খরচ করেছেন। ২০০৬ সালে তাকে আমেরিকা পাঠিয়ে পাইলট হওয়ার প্রশিক্ষণ দিতে গিয়ে ৬৫ হাজার ডলার খরচ করেছেন।
কিন্তু, ২০০৭ সালে ছেলে দেশে ফিরলেও চাকরি হারায় এবং দুই বছরের বেশি সময় ধরে ছেলেকে তারা আর্থিক সহায়তা দিয়েছেন।শেষ পর্যন্ত পাইলটের চাকরি পেয়েছেন দম্পতির ছেলে সাগর (৩৫)। ২০১৬ সালের শুভাঙ্গী সিনহার সঙ্গে সাগরের বিয়ে দেন তাঁরা। তাঁদের আশা ছিল, অবসর জীবনে তারা একজন নাতি বা নাতনি পাবেন যার সঙ্গে তাদের সময় কাটবে।
ছেলের বিয়ের অনুষ্ঠান আয়োজনে পাঁচ তারা হোটেল ও বিলাসবহুল গাড়ি ভাড়ার অর্থও খরচ করেছেন বলে দাবি করেন তাঁদের এবং বিদেশে নবদম্পতি মুধচন্দ্রিমার জন্যও খরচ দিয়েছেন তারা।সঞ্জীব প্রসাদ বলেন, আমার ছেলের বিয়ের ছয় বছর পেরিয়ে গিয়েছে অথচ এখনও তারা সন্তান নেওয়ার পরিকল্পনা করেনি। সময় কাটানোর জন্য আমাদের কাছে যদি অন্তত একজন নাতি বা নাতনি থাকতো হয়তো আমরা কষ্ট সহ্য করে চলতে পারতাম। তাঁদের ছেলে বা মেয়ে নিয়ে কোনও দাবি দাওয়া নেই।
Post a Comment