‘হাউ টু মার্ডার ইওর হাজব্যান্ড’ বইয়ের লেখিকা নিজেই স্বামীর খুনে অভিযুক্ত



 ODD বাংলা ডেস্ক: ‘হাউ টু মার্ডার ইওর হারজব্যান্ড’—এই নামে একটি উপন্যাস লিখেছিলেন মার্কিন লেখিকা ন্যান্সি ক্রিপটন ব্রফি। সেই বইয়ে কীভাবে স্বামীকে খুন করতে হবে তা নিয়ে বিস্তর আলোচনা করেছেন। এবার তার বিরুদ্ধেই স্বামীকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, ন্যান্সির স্বামী ড্যানিয়েল পেশায় এক জন শেফ ছিলেন। ২০১৮ সালের ২ জুন ওরেগন কালিনারি ইনস্টিটিউটের রান্নাঘর থেকে ড্যানিয়েলের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। ড্যানিয়েলের পিঠ লক্ষ্য করে গুলি করা হয়। সেই গুলি হৃদ্‌যন্ত্র ভেদ করে এফোঁড় ওফোঁড় হয়ে যায়।


তদন্তকারীরা জানিয়েছেন, অনলাইন বিপণি থেকে একটি বন্দুক কিনেছিলেন ন্যান্সি। খুনের জন্য তিনি সেটিই ব্যবহার করেছিলেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি তদন্তকারীরা জানিয়েছেন, ন্যান্সি ঠিক যে ভাবে তার স্বামীকে খুন করেছেন, ঠিক সে রকমই একটি কাহিনি তার উপন্যাসেও পাওয়া গেছে।


‘হাউ টু মার্ডার ইওর হাজব্যান্ড’-এর আগেও দুটি বই লিখেছেন ন্যান্সি। ‘দ্য রং হাজব্যান্ড’ এবং ‘হেল অন আ হার্ট’। ন্যান্সির সবক’টি উপন্যাসেরই মূল বিষয় খুন, অপরাধ, বিশ্বাসঘাতকতা এবং যৌনতা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.