দু-সপ্তাহে নেপালে সুউচ্চ দুই পর্বত জয় করলেন হিমাচলের মেয়ে
ODD বাংলা ডেস্ক: নেপালে ৮ হাজার মিটারের উপরে দুটি পর্বতশৃঙ্গ দুই সপ্তাহের মধ্যে জয় করার রেকর্ড গড়লেন এক ভারতীয় তরুণী।পিক প্রমোশন প্রাইভেট লিমিটেডের প্রধান পেসং শেরপা জানিয়েছেন, হিমাচল প্রদেশের বাসিন্দা ২৭ বছরের বালজিত কৌর কাঞ্চনজঙ্ঘা জয় করেছেন সকাল ৪টা ২০ মিনিটে জয় করেছেন।
তিনি আরও বলেছেন, এর আগে ২৮ এপ্রিল বালজিত কৌর অন্নপূর্ণা পর্বত জয় করেছেন। দুই সপ্তাহের মধ্যে তিনি আট হাজার মিটারের ঊর্ধ্বের দুটি পর্বত জয় করলেন। তিনি আরো জানান, বালজিত কৌর এখন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করার প্রস্তুতি নিচ্ছেন।
Post a Comment