রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কী সম্পর্ক ছিল ভিক্টোরিয়ার! দেখতে পাবেন বড়পর্দায়
ODD বাংলা ডেস্ক: বয়স-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে যে ভালোবাসা যায়, তার উদাহরণ রেখে গিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।আর্জেন্টাইন ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে তেমনই এক ভালোবাসার সম্পর্ক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের।
এবার তাদের সেই সম্পর্ক নিয়েই সিনেমা তৈরি করেছেন আর্জেন্টিনার পরিচালক পাবলো সিজার। সিনেমাটিতে কবিগুরুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সুচিত্রা সেনের নাতনি অভিনেত্রী রাইমা সেন। সিনেমাটির নাম ‘থিংকিং অব হিম’। প্রযোজনা করেছেন টালিউডের প্রযোজক সুরজ কুমার।
১৯২৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন আর্জেন্টিনার রাজধানী বুয়েনসে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেসময় রবীন্দ্রনাথকে নিজ বাড়িতে রেখে সেবা করেছিলেন ভিক্টোরিয়া। তিনি নিজেও একজন লেখিকা। রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি’র ফরাসি অনুবাদ পড়ার পর থেকেই তাঁর ভক্ত ছিলেন ভিক্টোরিয়া। রবীন্দ্রনাথের সেবায় নিজেকে নিয়োজিত করেন ভিক্টোরিয়া। সেই সময় রবীন্দ্রনাথের বয়স ৬৩, ভিক্টোরিয়ার মাত্র ৩৪।
সম্পূর্ণ সুস্থ হওয়ার পর ১৯২৫ সালের জানুয়ারি মাসে আর্জেন্টিনা থেকে বিদায় নেন রবীন্দ্রনাথ। সাহিত্যিকদের মতে, এই দীর্ঘ সময়ে তাঁদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। কিন্তু সেই সম্পর্ককে কেউ কোনও নাম দিতে পারেননি। কেউ মনে করেন প্রেম, কেউ বা বন্ধুত্বের তকমা দেন। সেই গল্পই সিনেমায় ফুটিয়ে তুলেছেন আর্জেন্টাইন পরিচালক পাবলো সিজার। ভিক্টোরিয়ার চরিত্রে অভিনয় করেছেন আর্জেন্টিনার অভিনেত্রী এলিওনোরা ওয়েক্সলার। চলতি মে মাসের ৬ তারিখে মুক্তি পাবে ছবিটি।
Post a Comment