দেশ ছাড়ার আগে আদালতে জ্যাকলিন!


ODD বাংলা ডেস্ক: আইফা অ্যাওয়ার্ড উপলক্ষে আবুধাবি যাওয়ার কথা রয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। তবে আদালতের অনুমতির ছাড়া দেশ ছাড়তে পারবেন না অভিনেত্রী। তাই ১৫ দিনের জন্য দেশের বাইরে যাওয়ার জন্য আদালতে অনুমতি চেয়েছেন তিনি।

বহু চর্চিত ২০০ কোটি রুপিটাকাপ্রতারণা মামলার মাথা সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ানোর জেরে দেশ ছাড়ার অনুমতি নেই জ্যাকলিনের। এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দফতরে হাজিরা দিয়েছেন জ্যাকলিন। তবে এখনও সেই মামলায় ক্লিনচিট মেলেনি। তাই ভারতের বাইরে পা রাখার অনুমতি নিতে ফের আবেদন করতে হল অভিনেত্রীকে।

গত বছর তাকে দুবাই যাওয়ার পথে তাঁকে আটকানো হয় মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই সময় তাঁর নামে লুক আউট নোটিশ জারি করেছিল ইডি। সুকেশের সঙ্গে কী সম্পর্ক, তার কাছ থেকে কী কী উপহার নিয়েছেন, এমন নানা বিষয় খতিয়ে দেখতে বেশ কয়েকবার জ্যাকলিনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

গত মাসে জ্যাকুলিনের ৭ কোটি ২৭ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে ইডি। ২০০ কোটি টাকা প্রতারণা মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের মামলার তদন্তের জন্যই তা করা হয়েছে বলে সে সময় এক বিবৃতিতে জানায় ইডি।

ইডির বিবৃতিতে জানানো হয়, তদন্তের সময় জানা গেছে যে সুকেশ অপরাধমূলক কর্মকাণ্ডের আয় থেকে জ্যাকলিনকে ৫ কোটি ৭১ লাখ টাকার বিভিন্ন উপহার দিয়েছেন। এই উপহার ছাড়াও জ্যাকলিনকে প্রায় ১ লাখ ৭২ হাজার ৯১৩ মার্কিন ডলার ও ২৬ হাজার ৭৪০ অস্ট্রেলিয়ান ডলার দিয়েছিল সুকেশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.