ভারতে আসছেন জাস্টিন বিবার, কবে হবে লাইভ কনসার্ট, জেনে নিন


ODD বাংলা ডেস্ক: জগতজোড়া খ্যাতিসম্পন্ন গায়ক জাস্টিন বিবার, যার ভক্ত ছড়িয়ে আছে বিশ্বের আনাচে-কানাচে, রয়েছে এই ভারতের বুকেও। এবার তাঁর ভারতীয় ভক্তদের জন্য রয়েছে সুখবর। দীর্ঘ পাঁচ বছর পর ফের ভারতে আসছেন জাস্টিন বিবার।

জাস্টিন তাঁর বিশ্ব ভ্রমণের উদ্দেশ্য ২০১৭ সালের মে মাসে ভারতে গিয়েছিলেন। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে তাঁর কনসার্ট করেছিলেন। এবার গায়ক তার কনসার্টের জন্য ভারতের রাজধানী দিল্লিকে বেছে নিয়েছেন। সেখানে লাইভ কনসার্টে ভক্তদের মাত করবেন তিনি।

সম্প্রতি জাস্টিন বিবার নিজে ভারত ভ্রমণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। আগামী ১৮ অক্টোবর ভারতে আসবেন তিনি এবং পারফর্ম করবেন।ভারত ছাড়াও মেক্সিকো, ইতালি, স্ক্যান্ডিনেভিয়া, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যেও জাস্টিনের কনসার্ট সফর রয়েছে। ২০২২ সালে তার আন্তর্জাতিক সফর এশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে শেষ হবে।২০২৩ সালেল শুরুতে বিবার ব্রিটেন, ইউরোপ, দুবাই, বাহরাইন, সিডনি, ম্যানিলা, আমস্টারডাম এবং লন্ডনেও পারফর্ম করবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.