করোনা, মাঙ্কিপক্সের মধ্যে নয়া আতঙ্ক টম্যাটো ফ্লু! কীভাবে ছড়ায় এটি, জানুন
ODD বাংলা ডেস্ক: করোনা, মাঙ্কিপক্সের পর এবার নয়া আতঙ্ক! নাম টম্যাটো ফ্লু? গত দুবছর করোনা সংক্রমণে জর্জরিত ছিল বিশ্ব। প্রতি মুহূর্তে নতুন নতুন ভ্যারিয়েন্ট কার্যত ধরাশায়ী করে দিয়েছে বিশ্ববাসীকে। প্রতি মুহূর্তের লড়াই ছিল অতিমারীর বিরুদ্ধে। এরই মধ্যে নয়া উদ্বেগ বাড়াচ্ছে টম্যাটো ফ্লু।
ইতিমধ্যেই দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে এই ফ্লুতে আক্রান্ত হয়েছে শতাধিক শিশু। ওড়িশাতে ২৬ জন এবং কেরলে ৮০ জন শিশু পজিটিভ এই ফ্লুয়ের আক্রমণে। তাদের অবস্থা উদ্বেগজনক না হলেও নতুন এই রোগ ছড়ানোয় উদ্বিগ্ন রাজ্য সরকার (state government)। যেসব জায়গায় চিকুনগুনিয়া বা ডেঙ্গির (dengue) প্রকোপ বেশি, সেখানে এই রোগের বিস্তারও বেশি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
কীভাবে হয় এই রোগ--
এটি একটি বিরল ভাইরাস (virus) সংক্রমণ। ত্বকে ফোস্কা পড়ে। লাল রঙের Rash দেখা যায় ত্বকে। জ্বালা হয়। রোগটি একপ্রকার ছোঁয়াচে। মূলত ৫ বছরের নিচের শিশুদের এই সংক্রমণ দেখা যাচ্ছে।যে সমস্ত শিশুরা সংক্রমিত হচ্ছে, তাদের উপসর্গগুলি হল-
- পেটে ব্যথা
- বমি
- ডায়েরিয়া
- সর্দি-কাশি
- নাক দিয়ে জল পড়া
গায়ে টম্যাটোর মতো লাল রঙের ফোস্কা (Blister) পড়ে। এছাড়াও জ্বর (Fever) আসে। শরীরের গাঁটে গাঁটে ব্যথা হয়। গাঁট ফুলে যায় এবং অতিরিক্ত মাত্রায় ক্লান্তি আসে। বিশেষজ্ঞরা বলছেন, অনেকক্ষেত্রে চিকুনগুনিয়ার মতো উপসর্গ দেখা যায়।
টম্যাটো ফ্লু-র সংক্রমণ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা--
- আপনার বাড়ির ভিতরে এবং চারপাশে পরিচ্ছন্নতা বজায় রাখুন
- শিশুর শরীরে লাল ফুসকুড়ি দেখা দিলে তাতে আঁচড় দেওয়া বন্ধ করুন
- আক্রান্ত শিশুটিকে নিভৃতবাসে রাখা উচিত।
বিশেষজ্ঞরা বলছেন, এটি এক ধরনের হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ বা কক্সসেকি ভাইরাস। সংক্রমণ ঠেকাতে চিকিত্সকরা বলছেন, বেশি পরিমানে জল ও ফ্লুইড খাওয়ানো প্রয়োজন। সচেতন না হলে হৃদযন্ত্রে এর প্রভাব পড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের।
Post a Comment