স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন সেমাইয়ের উপমা, রইল রেসিপি


ODD বাংলা ডেস্ক: উপমা একটি দক্ষিণ ভারতীয় খাবার,যা আপনি অনায়াসে বাড়িতেও তৈরি করতে পারেন। এটি তৈরির সমস্ত উপকরণ বাড়িতেই থাকে।  তবে আজ আপনাদের  শেখাব কীভাবে খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন সেমাই উপমা-

উপকরণ-
  • সেমাই -১০০ গ্রাম
  • চিনে বাদাম -১ মুঠো
  • গাজর কুচি -১ টা
  • ক্যাপসিকাম কুচি -১/২ টা
  • বিন্স কুচি-৩-৪ টা
  • লবন স্বাদ অনুযায়ী
  • চিনি -১ চামচ
  • তেল পরিমাণমতো
  • কালো সরষে -১/২ চামচ
  • কারিপাতা -৫-৬ টা
  • আদা কুচি -১ চামচ
  • কাঁচা লঙ্কা কুচি -১ চামচ
  • পিয়াজ কুচি -১ টা
  • ঘি -১ চামচ
  • গোলমরিচ গুঁড়ো -১ চামচ
প্রনালী-
  • সেমাই উপমা বানানোর জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে ১ টেবিল চামচ সাদা তেল গরম করতে হবে।
  • তেল গরম হয়ে গেলে এরমধ্যে সেমাই দিয়ে মাঝারি আঁচে ২ মিনিট সময় ধরে ভেজে নিতে হবে
  • ২ মিনিট পর , সেমাই সিদ্ধ করার জন্য পরিমান মত জল দিয়ে মিশিয়ে দিতে হবে এবং ২ মিনিট সময় ধরে সিদ্ধ করে নামিয়ে জল ছেঁকে নিতে হবে।
  • এরপর ঠাণ্ডা জল দিয়ে ছেঁকে নেওয়া সেমাই টাকে ধুয়ে নিতে হবে।
  • এবার ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ তেল গরম করতে হবে।
  • তেল গরম হলে তাতে গোটা কালো সরষে, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি ও কারি পাতা দিয়ে মাঝারি আঁচে ৩০-৪০ সেকেন্ড সময় ধরে ভেজে নিতে হবে।
  • এরপর এতে চীনে বাদাম দিয়ে ২ মিনিট সময় ধরে ভেজে নিতে হবে।
  • এরপর এরমধ্যে পিয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে।
  • পিয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর এতে বিন্স কুচি ও গাজর কুচি দিয়ে  সমস্ত উপকরণ কে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে।
  • এবার ক্যাপসিকাম কুচি,লবন ও গোল মরিচ গুঁড়া , হলুদ দিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট সময় ধরে সবজি গুলো কে ভেজে নিতে হবে।
  • সমস্ত সবজিগুলো কে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এরমধ্যে সিদ্ধ করে রাখা সেমাই ও চিনি দিয়ে কম আঁচে সমস্ত উপকরণ কে একসাথে খুব ভালো করে ২-৩ মিনিট সময় ধরে মিশিয়ে নিতে হবে।
  • সবশেষে ঘি দিয়ে হালকা করে মিশিয়ে নিয় গ্যাসের আঁচ বন্ধ করে ২ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
ব্যস তৈরি সেমাই উপমা। এটা অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.