রূপচর্চায় দারুণ কার্যকরী পান, জানতেন কি
ODD বাংলা ডেস্ক: ব্যথা কমানো থেকে শুরু করে সর্দি-কাশিসহ শারীরিক নানা সমস্যার সমাধান দেয় পানপাতা। তবে জানেন কি রূপচর্চাতেও পানের জুড়ি মেলা ভার? গরমের দিনে ত্বকের সমস্যা লেগেই থাকে। দেশি-বিদেশি প্রসাধনী ব্যবহার না করে ত্বক ও চুলের যত্নে পানপাতা কাজে লাগানো যায়। জেনে নেওয়া যাক রূপচর্চায় পানপাতা ব্যবহারের নিয়মাবলি
- প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরে পানপাতা ভেজানো পানি দিয়ে মুখ ধোয়ার অভ্যাস করুন। প্রাকৃতিক ক্লিনজার হিসেবে পানপাতা দারুণ কাজ করে।
- অনেকের মুখ রোদে বেরোনোর পর লালচে হয়ে ওঠে। এ সমস্যা থেকে রেহাই পেতে পানপাতা ব্যবহার করা যায়। এটি জলে ফুটিয়ে নিন। সেই জল ঠাণ্ডা করে মুখে লাগিয়ে নিলে লালচে ভাব থেকে মুক্তি মিলবে।
- পানপাতা ও কাঁচা হলুদ একসঙ্গে বেটে ফেসপ্যাক তৈরি করে তা নিয়মিত ত্বকে লাগালে ব্রণ ও ফুসকুড়ির হাত থেকে মুক্তি পাবেন। মিশ্রণটি সারা মুখে লাগিয়ে মিনিট দশেক অপেক্ষা করুন। তারপর পানপাতা ভেজানো জল দিয়ে মুখ ধুয়ে নিন।
Post a Comment