বাড়িতে শিবলিঙ্গ রয়েছে? তাহলে অবশ্যই মেনে চলতে হবে এইসব নিয়ম
১. নিয়মিত পুজো করতে হবে।
২. প্রতিদিন দুধ এবং মধু দিয়ে শিব লিঙ্গের অভিষেক করা আবশ্যিক!
৩. দিনে পাঁচবার শিব লিঙ্গের অরতি করতে হবে।
৪. শিব লিঙ্গের সামনে মিথ্যা কথা বলা চলবে না। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে যে জায়গায় শিব লিঙ্গ রাখা হয়েছে সেই জায়গাটি যেন পবিত্র থাকে।
৫. শিব লিঙ্গের পুজো করার সময় কোনও ভুল করে ফেললে মারাত্মক বিপদ! কারণ সেক্ষেত্রে যে কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই প্রতিবার ঠিক ঠিক নিয়ম মেনে পুজো করা হচ্ছে কিনা সদিকে নজর রাখতে হবে।
৬. শিব লিঙ্গের উপরে যাতে ধিরে ধিরে জল পরে, তার ব্যবস্থা করতে হবে। এমনটা করলে লিঙ্গের অন্দরে মজুত শক্তির ভারসাম্য বিগড়ে যাওয়ার আশঙ্কা থাকে না। যদি এই নিয়মটি না মানেন, তাহলে কিন্তু বিপদ! সেক্ষেত্রে পরিবারের অন্দরে রোগ-ব্যাধির প্রকোপ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে অর্থনৈতিক সমস্যাও মাথা চাড়া দিয়ে উঠবে।
Post a Comment