একধাক্কায় কমল পেট্রলের দাম, আজ কলকাতায় কত দাম, জানুন


ODD বাংলা ডেস্ক: রবিবাসরীয় সকালে বড় স্বস্তি । গতকাল কেন্দ্রীয় সরকারের  সিদ্ধান্তের পর এক ধাক্কায় কমল দেশে পেট্রল-ডিজেলের দাম। গতকাল রাতে পেট্রল-ডিজেলের উপর এক্সাইজ ডিউটি ছাড়ের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তারপর আজ সকাল থেকেই দেশের চার মহানগরী-সহ একাধিক জায়গায় কমেছে পেট্রল-ডিজেলের দাম। অবশেষে দেশে পেট্রল-ডিজেলের দাম কমায় স্বস্তিতে সাধারণ।

বাড়তে থাকা জ্বালানীর দামের কারণে ব্যাপকভাবে বাড়ছিল নিত্যপ্রয়োজনীয় একাধিক সামগ্রীর দাম। মুদ্রাস্ফীতির জ্বালায় নাভিশ্বাস উঠছে সর্বসাধারণের। এখন দেখার পেট্রল-ডিজেলের দাম কমলে এই সামগ্রীর দাম কমে কিনা। একনজরে দেখে নেওয়া যাক দেশের কোন শহরে আজ কত পেট্রল-ডিজেল ( Petrol-Diesel Price Today In Metro Cities)

কলকাতায় পেট্রল-ডিজেলের দাম
আজ কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম 106.03 টাকা। লিটার প্রতি ডিজেল 92.76 টাকা প্রতি লিটার। পেট্রল কলকাতায় এতদিন বিক্রি হচ্ছিল 115.12 টাকায়। এক্সাইজ ডিউটিতে ছাড় আসায় এক লাফে 9 টাকা কমেছে পেট্রল-ডিজেলের দাম।

দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম 
রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম 96.72 টাকা। লিটার প্রতি ডিজেল 89.62 টাকা। এক্সাইজ ডিউটি ছাড়ের পর এক ধাক্কায় দাম কমেছে লিটার প্রতি 9 টাকা। 45 দিন পর বদল এল জ্বালানির দামে।

মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম 
বাণিজ্যনগরী মুম্বই শহরে সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল। লিটার প্রতি দাম 111.35 টাকা। লিটার প্রতি ডিজেল 97.28 টাকা। শতকের নীচে নেমেছে পেট্রল। এতদিন পর্যন্ত দেশের বাণিজ্যনগরীতে পেট্রল ছিল 120 টাকার উপর। এক লাফে 9 টাকা কমেছে দাম।

চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম 
এক্সাইজ ডিউটিতে ছাড়ের পর দাক্ষিণাত্যে দামের প্রকোপ কমেছে। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রল 102.63 টাকা। লিটার প্রতি ডিজেল 94.24 টাকা। পেট্রলের দামে 9 টাকা বদল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.