দাবদাহ থেকে মুক্তি! আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
ODD বাংলা ডেস্ক: এক নিমেষে উধাও তীব্র দাবদাহ! কলকাতা ও সংলগ্ন এলাকায় ঠান্ডার শিরশিরানি। শনিবারের পর রবিবারও সন্ধ্যার পর ঝড়বৃষ্টির সাক্ষী থেকেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। রবিবার কলকাতায় ঘণ্টায় ৬৯ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। কলকাতার পাশাপাশি জেলাতেও ঝড়বৃষ্টি হয়েছে। যার জেরেই গরমের হাসফাঁস থেকে অনেকটই রেহাই পেয়েছেন বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী তিনদিন ২-৪ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা।সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
Post a Comment