ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী, আজ কেমন থাকবে আবহাওয়া, জানুন


ODD বাংলা ডেস্ক: কলকাতার আবহাওয়া এখন ভীষণ খামখেয়ালি। কখনও রোদ, আবার কখনও মেঘ, কখনও আবার ঝোড়ো হাওয়া। আজ সকালের কলকাতার আবহাওয়া ছিল খানিকটা এরকমই।বৃহস্পতিবার সন্ধ্যার পর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও তা নামমাত্র। গুমোট ভাব আর ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী চার-পাঁচদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী চার-পাঁচদিনে আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

হাওয়া অফিস আরও বলছে, কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.