আন্তর্জাতিক মঞ্চে 'অপরাজিত'! কোন কোন দেশে দেখা যাবে এই ছবি, জেনে নিন প্রবাসীরা


ODD বাংলা ডেস্ক: কেবল কলকাতাই নয়, দেশের মাটির সীমানা পেরিয়ে গেল অনিক দত্তের 'অপরাজিত'। গত কালই জানা যায় এই ছবির হলের সংখ্যা গোটা রাজ্যে ২২ থেকে বেড়ে ৬০ হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে তা আরও বেড়ে হবে প্রায় ১০০। পশ্চিমবঙ্গের বাইরে আটটি রাজ্যে দেখানো হচ্ছে এই ছবি। এবার অপরাজিত দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশে। 

UAE তে তিনটি শহরে মুক্তি পেতে চলেছে এই ছবি। আগামী ২৬ মে থেকে দুবাই, শারজাহ, আবু ধাবিতে মুক্তি পাবে অপরাজিত।শুধু তাই নয় অস্ট্রেলিয়ার সাতটি শহরেও রিলিজ করতে চলেছে এই ছবি। এবং শোনা যাচ্ছে ইউরোপের বেশ কিছু শহরেও দেখা যাবে অপরাজিত। নিঃসন্দেহে এটা ছবি এবং ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীর জন্য একটি মাইলফলক পার করার মতো।বর্তমানে মুম্বইতেও 'অপরাজিত'-র ব্যাক টু ব্যাক শো হাউজফুল। গত ২ মে সত্যজিৎ রায়ের জন্মদিনে ওই শহরেই বিশেষ স্ক্রিনিং হয়েছিল অপরাজিত ছবির।এদিকে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও আমন্ত্রণ জানানো হয়েছে ছবিটিকে। লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হবে এই ছবি।

গত ১৩ মেমুক্তি পেয়েছে এই ছবিটি, দেখতে দেখতে ছয় দিন পরে বক্স অফিসের হিসেব বলছে ইতিমধ্যেই নাকি দেড় কোটি ছুঁয়ে ফেলেছে এই ছবি। এই বিষয়ে জানতে চেয়ে প্রযোজক ফিরাদাসৌল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এখনও সাত দিন হয় নি তাই এই সংখ্যাটাই সঠিক এখনই বলতে পারব না, তবে এর আশেপাশেই থাকবে কালকেশন। কারণ বৃহস্পতিবার রাতে শোগুলির রিপোর্ট উপর নির্ভর করে আছে অপরাজিত এক সপ্তাহের বক্স অফিস কালেকশন।" তবে তিনি আশাবাদী বক্স অফিসের হিসেবটা দেড় কোটির কাছাকাছিই হবে।

এমনিতেই IMDB রেটিং-এ কেজিএফকে হারিয়ে দিয়েছে বাংলার অপরাজিত। KGF Chapter 2 -র IMDB Rating এই মুহূর্তে ৮.৯। অপরাজিত পেয়েছে ৯.২ রেটিং।'পথের পাঁচালী'-র মতো মাস্টারপিস তৈরির নেপথ্য কাহিনিকে যেভাব রুপোলি পর্দায় তুলে ঘরেছেন পরিচালক অনীক দত্ত, তাতে সমালোচকদেরও মন জয় করেছেন পরিচালক।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.