স্বাস্থ্যসাথী কার্ড না নিলেই এফআইআর! কড়া বার্তা মুখ্যমন্ত্রীর


ODD বাংলা ডেস্ক: স্বাস্থ্যসাথী ফেরালেই এফআইআর দায়ের হবে থানায়। বাতিল হবে হাসপাতালের লাইসেন্সও। কড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, কোনও হাসপাতাল কার্ড গ্রহণ করতে অস্বীকার করলে যেন থানায় গিয়ে অভিযোগ করা হয়। এরপর সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসার বিষয়টি স্বাস্থ্য দফতরকে জানাবেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে স্বাস্থ্য দফতর। প্রয়োজনে তিনি নিজেও এ ব্যাপারে কড়া পদক্ষেপ করবেন বলে জানান মমতা।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর। তা ছাড়া, স্বাস্থ্য়সাথীর বিলে দেখা যাচ্ছে, অনেক রোগী ভিন রাজ্য যাচ্ছেন চিকিৎসার জন্য,যা বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এসেছে। কেন সামান্য অসুখেও এ রাজ্যের মানুষ চেন্নাই, মুম্বইয়ের মতো শহরে চলে যাচ্ছেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর হালহকিকত ঠিক কী, সেটাও জানতে চান মুখ্যমন্ত্রী। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.