কবে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল, জানুন
ODD বাংলা ডেস্ক: আগামী সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফলাফল ঘোষণা করতে পারে পর্ষদ। জানা গিয়েছে, ২৮ মে শনিবার মধ্যেই মাধ্যমিক, ক্লাস ১০ পরীক্ষার রেজাল্ট প্রকাশ্যে আনার ঘোষণা করতে পারে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন।ডব্লুবিবিএসই আধিকারিকদের মতে, রাজ্যের স্কুলগুলি থেকে মূল্যায়ন করা কাগজপত্র ইতিমধ্য়েই পেয়েছে বোর্ড। এই মূহূর্তে পরবর্তী প্রক্রিয়া চালু রয়েছে।
বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, ফলাফলের তারিখ নিশ্চিত করা যায়নি। তবে ৩১ মে-র মধ্যে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার চেষ্টা চলছে। পরীক্ষার্থীরা আগামী সপ্তাহে তাঁদের ফলাফল আশা করতে পারে।
উল্লেখ্য, দীর্ঘ দুই বছর পর ২০২২ সালে অফলাইন পরীক্ষা হয়েছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রায় ৫০ হাজার বেড়ে এবার রেকর্ড পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে দাবি করা হয়েছে, ২০২১ সালে পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাশ করায় এবার পরীক্ষায় বসার বেশ লম্বা আবেদন পত্র জমা পড়েছে।
মাধ্যমিক ২০২২ এর ফলাফল প্রকাশ পাওয়ার পর পরীক্ষার্থীরা, wbresults.nic.in এবং wbbse.wb.gov.in এই ওয়েব সাইট গুলিতে গিয়ে নিজের রেজাল্ট জানতে পারবে। তবে মাধ্যমিকের ফলাফল মোবাইল অ্যাপ এবং এসএমএস-র মাধ্যমেও জানা যেতে পারে।
Post a Comment