''দু'বোতল ঠান্ডা বিয়ার এনে দেবেন'', ১০০ ডায়াল করে করুন আবদার যুবকের


ODD বাংলা ডেস্ক: দয়া করে দু‘বোতল ঠান্ডা বিয়ার এনে দেবেন? ফোন তুলে যুবকের এমন আবদারে রীতিমতো চক্ষু চড়কগাছ পুলিশকর্মীদের। ঘটনাটি তেলঙ্গানার।

সোমবার রাত আড়াইটে নাগাদ ১০০ ডায়ালে ফোন করেছিলেন মধু। কন্ট্রোলরুম থেকে ফোন তুলতেই তাঁকে জিজ্ঞাসা করা হয়, ‘কোনও বিপদে পড়েছেন? কিছু প্রয়োজন?’ এরপর তিনি বলেছিলেন, জরুরি দরকার। তার পরই ফোন কেটে দেন।

পুলিশ ভেবেছিল বড় কোনও বিপদে পড়েছেন ওই ব্যক্তি। দুই কনস্টেবলকে কন্ট্রোলরুম থেকে ফোন করে বলা হয় দ্রুত দৌলতাবাদে পৌঁছতে হবে। ফোন পেয়ে কনস্টেবলরা তড়িঘড়ি মধুর বাড়িতে পৌঁছে দেখেন কোথাও কোনও ঝামেলার লেশমাত্র নেই!

মধুর বাড়িতে ঢুকে তাঁকে জিজ্ঞাসা করা হয়, কেন ফোন করেছিলেন? মধু তখন মত্ত। পুলিশের প্রশ্নে মধু আবদার করে বসলেন, ‘‘সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। দু’বোতল বিয়ার এনে দেবেন?’’ মধুর এই কথা শুনে বেজায় চটে যান দুই পুলিশকর্মী। মধুকে দু’চার ঘা দেন। এবং তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.