মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দিলেই আইসোলেশন, নিয়ম জারি করল এই রাজ্য


ODD বাংলা ডেস্ক: নতুন করে আরও ৩ দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। এখন প্রশ্ন উঠছে, এই ভাইরাসই কি তবে ডেকে আনবে পরবর্তী মহামারী?এই নিয়ে বিশেষজ্ঞদের দ্বিমত রয়েছে। তবে আগে থেকেই সতর্ক ভারত। কোনওভাবেই যাতে এই ভাইরাস ছড়িয়ে না পড়ে সেজন্য আইসোলেশনের ব্যবস্থা করেছে তামিলনাড়ু। সোমবার তামিলনাড়ু সরকার সমস্ত জেলাশাসকদের নতুন করে নির্দেশ দিয়েছে। মাঙ্কিপক্স ধরা পড়েছে এমন কোনও দেশ থেকে যদি কোনও ব্যক্তি রাজ্যে ফেরে সেক্ষেত্রে তাঁর উপর নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের মুখ্য সচিব ডা: জে রাধাকৃষ্ণণ বলেন, "যাঁদের মধ্যে মাঙ্কিপক্সের সামান্যতম উপসর্গ দেখা যাবে তাঁদের অবিলম্বে রাজ্যের নির্দিষ্ট স্বাস্থ্য পরিষেবার মধ্যে রাখতে হবে। জেলাশাসকদের জানানো হয়েছে যাতে কড়া নজরদারি চালানো হয়।" এই যাবতীয় পদক্ষেপ উসকে দিচ্ছে করোনাভাইরাসের সেই ভয়াবহ স্মৃতি। উল্লেখ্য, বিশ্বের ১৫টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত ১২টি দেশে ৯২ জন মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একজন আক্রান্তের থেকে অপরজনের দেহে ছড়াতে পারে এই ভাইরাস। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, ব্রিটেন, আমেরিকায় পাওয়া গিয়েছে এই ভাইরাস।

মাঙ্কিপক্স ভাইরাসই কি পরবর্তী মহামারী ডেকে আনবে? এই প্রসঙ্গে জার্মানির গবেষক Fabian Leendertz জানিয়েছেন, "এই ভাইরাসের জেরেই নতুন করে মহামারী ছড়াবে তা বলা সম্ভব নয়। কারণ ‘কনট্যাক্স ট্রেসিং’, টিকাকরণ এবং ড্রাগের ব্যবহারে এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছি।” অর্থাৎ এই ভাইরাস নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনও ব্যপার নেই বলেই জানাচ্ছেন তিনি।

জানা গিয়েছিল, সম্প্রতি ইউরোপে দু'টি রেভ পার্টিতে অসুরক্ষিত যৌন মিলনের পর থেকেই মাঙ্কিপক্স নতুন করে ছড়াতে শুরু করে। এই তথ্য জানিয়েছেন WHO-এর বিশেষজ্ঞ ডা. ডেভিড হেম্যান। তাঁর কথায়, সমকামী পুরুষদের যৌন মিলনের থেকে মাঙ্কিপক্স ছড়ানোর আশঙ্কা অনেক বেশি থাকে। কারণ স্পেন এবং বেলজিয়ামে হওয়া ওই দুটি পার্টিতে অসুরক্ষিত যৌন মিলনে লিপ্ত হয়েছিলেন দুই পুরুষ। সেখান থেকেই মাঙ্কিপক্স ছড়াতে শুরু করে বলে অনুমান ওই বিশেষজ্ঞের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.