ভারতেও ছড়াল মাঙ্কিপক্স আতঙ্ক! কী হবে এবার...
ODD বাংলা ডেস্ক: মাঙ্কি পক্সকে কেন্দ্র সরকারের তরফে অতিরিক্ত সতর্কতা জারি করা হল। শুক্রবার এই অসুখটি নিয়ে সতর্কতার কথা জানিয়ে দিল সরকার। সেখানে বলা হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে দ্রুত গতিতে বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। ইউরোপের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এই রোগ। ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, স্পেন, পর্তুগালে ব্যাপক সংখ্যায় ছড়িয়ে পড়েছে এটি। তবে সবচেয়ে মারাত্মক অবস্থা জার্মানির। বহু মানুষ আক্রান্ত সেখানে। এর বাইরেও কানাডা, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতেও পাওয়া গিয়েছে এই রোগের সংক্রমণ।
তাই এবার বিদেশ থেকে ভারতে ঢোকার সব ক’টি পথেই কড়া স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দেওয়া হল সরকারের তরফে। আন্তর্জাতিক বিমানবন্দর তো বটেই, স্থলপথ এবং জলপথে ভারতে পৌঁছোনোদের জন্যও এই স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দেওয়া হল।
National Institute of Virology-কে নির্দেশ দেওয়া হয়েছে, যাঁরা বিদেশ থেকে ভারতে আসছেন, তাঁদের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ আছে কি না, তা পরীক্ষা করে দেখতে হবে। বিশেষ করে যাঁদের এই অসুখের উপসর্গ আছে, তাঁদের পরীক্ষা করতেই হবে বলে জানানো হয়েছে।
Post a Comment