বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ৭
ODD বাংলা ডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দোরে দু-তলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার ভোরে ওই বহুতল ভবনে আগুন লাগে। অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছে। তাদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন।
অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে, পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর ৩টা ১০ মিনিটে ইন্দোরের স্বর্ণবাগ কলোনিতে অবস্থিত ওই ভবনের বেসমেন্টের প্রধান বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থায় শর্ট সার্কিটের জেরে আগুনের সূত্রপাত ঘটে। ওই সময় বাড়ির বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন।
অল্প সময়ের মধ্যেই পার্কিংয়ে থাকা গাড়িগুলোতেও আগুন লাগে। বাড়ির কোনও তলাতেই নেভানোর ব্যবস্থা না থাকায় বাড়ির মালিক আনসার প্যাটেলকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহান এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
Post a Comment