রহস্যে মোড়া গ্রাম! সারি সারি কঙ্কাল ভেসে বেড়ায় জলাশয়ে

ODD বাংলা ডেস্ক: চামলি, উত্তরাখণ্ড: সমুদ্র থেকে প্রায় সাড়ে ১৬ হাজার ফিট ওপরে হিমালয় পাহাড়ে ঘেরা চামলি। পৃথিবীর অন্যতম বিপজ্জনক জায়গা বলে এর বদনাম আছে। যারা রোমাঞ্চ ভালোবাসেন তাদের জন্য অবশ্য দারুণ। সেখানকার রূপকুণ্ড জলাশয়ে পৌঁছালে দেখতে পাবেন সারি সারি কঙ্কাল জলে ভেসে বেড়াচ্ছে। শীতকালে অবশ্য জল জমে বরফ হয়ে যায়। কিন্তু যেই এই জল গলতে আরম্ভ করে, এক এক করে কঙ্কাল ওপরে ভেসে ওঠে। 

রেডিয়োকার্বন পরীক্ষা করে দেখা গেছে, কঙ্কালগুলোর বয়স অনেক। গবেষকদের অনুমান, ১৪ শতকে কনৌজ এর রাজা-রানি ও সেপাই সামন্তরা কোনো এক উৎসবে সামিল হতে যাওয়ার সময় রাস্তা হারিয়ে ফেলেন। এই কঙ্কালগুলো তাদেরই মড়দেহ। সে যাই হোক, এই দৃশ্য যে কতটা ভয়াবহ তা নিশ্চয় আন্দাজ করতে পারছেন। যাবেন নাকি? ভেবে দেখুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.