'বেবি ডল' খ্যাত গায়িকার বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন পাক গায়িকা!
ODD বাংলা ডেস্ক: গান চুরির অভিযোগে বিদ্ধ বলিউড গায়িকা কণিকা কাপুর (Kanika Kapoor)। নতুন গান ‘বুহে বারিয়া’ প্রকাশ পেতেই বিতর্কে জড়ালেন তিনি। পাকিস্তানের জনপ্রিয় গায়িকা হাদিকা কিয়ানির (Hadiqa Kiani) অভিযোগ, এই একই নামে তাঁর একটি গানের অংশ অনুমতি ছাড়াই ব্যবহার করেছেন কণিকা।
কণিকার গানটি ইউটিউবে দিন তিনেক আগে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই ৮০ লাখ বার এই গান দেখা হয়েছে। তবে শ্রোতাদের একাংশের কটাক্ষের মুখে পড়েন গায়িকা। অনেকে জানান, নতুন সংস্করণের তুলনায় হাদিকার গাওয়া গানটি বেশি সুন্দর। কেউ কেউ আবার বলেছেন, এই গানের ক্ষেত্রেও হাদিকাকে তাঁর প্রাপ্য স্বীকৃতি দেওয়া উচিত।
হাকিদার একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে শুরু যাবতীয় বিতর্ক। কোনও রাখঢাক না করেই ক্ষোভ উগরে দেন কণিকার বিরুদ্ধে। বলেন, “‘বুরে বারিয়া’-সহ ‘রোশনি’ অ্যালবামের সব গানের মালিকানা শুধু আমার। আমার মা কবিতাটি লিখেছিলেন।” এখানেই থেমে থাকেননি পাকিস্তানি গায়িকা। সাদিকা মনে করেন, সহজে অর্থ উপার্জন করতেই তাঁর গানকে ব্যবহার করেছেন বলিউডের গায়িকা। এই বিতণ্ডা আইনি দিকে গড়াতে পারে বলেও ইঙ্গিত করেছেন প্রতিবেশী দেশের গায়িকা।
যদিও নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ নাকচ করে গায়িকা বলেন, “যাঁরা এই গানটি শুনবেন, তাঁরা বুঝবেন যে সেটি নতুন। অন্তরা থেকে শুরু করে সবই নতুন ভাবে তৈরি। আমরা শুধু পুরনো লোকগীতির বিখ্যাত পংক্তিটি ব্যবহার করেছি।” কণিকা জানান, এই গানের আরও অনেক সংস্করণ নেটমাধ্যমে রয়েছে। কিন্তু, সেগুলি নিয়ে কখনও কোনও সমস্যার সৃষ্টি হয়নি।
কণিকা আরও দাবি করেছেন, এই গান ‘সম্পূর্ণ ভাবে আসল’। তাঁর কথায়, “আমরা কোনও লোকগীতি থেকে কপি-পেস্ট করিনি। অণুপ্রেরণা হিসেবে দু’টি পংক্তি ব্যবহার করেছি শুধু। কুনওয়ার জুনেজা এবং শ্রুতি রানে এই গানটি লিখেছেন। এ ধরনের অভিযোগ এনে ওঁদের অসম্মান করা হচ্ছে। আমার বিরুদ্ধেও গান চুরির অভিযোগ আনা মোটেই সম্মানের নয়।”
Post a Comment