২০২১ সালে গোটা বিশ্বে নিজের দেশের বাস্তুচ্য়ুত ৬কোটি মানুষ!
ODD বাংলা ডেস্ক: সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে গত বছর রেকর্ডসংখ্যক মানুষ নিজের দেশে বাস্তুচ্যুত হয়েছেন। ফলে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র মাথা গোঁজার ঠাঁই খুঁজতে হয়েছে তাঁদের।
ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আইডিএমসি) ও নরওয়েজিয়ান রিফিউজি সেন্টারের (এনআরসি) যৌথ ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ২০২১ সালে নিজ দেশের ভেতরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৫ কোটি ৯১ লাখ। তবে চলতি বছর অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আভাস পাওয়া যাচ্ছে। এর কারণ হল, ইউক্রেন যুদ্ধ। সেদেশে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতির ব্যপক ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ২০২১ সালেই নিজ দেশের ভেতর নতুন বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল ৩ কোটি ৮০ লাখ। এ সময় কিছু মানুষ একাধিকবার তাদের বাসস্থান ছাড়তে বাধ্য হন। ২০২০ সালেও ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা দেখেছিল বিশ্ব। প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই সময় অনেক মানুষকে নিজেদের বাসস্থান ছাড়তে হয়।
গত বছর আফ্রিকা অঞ্চলের দেশগুলোয় অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। শুধু ইথিওপিয়াতেই ৫০ লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়েছেন। সেদেশের টাইগ্রে অঞ্চলের রক্তক্ষয়ী সংঘর্ষ ও তীব্র খরার কারণে এই বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। কোনো একক দেশ হিসেবে সর্বোচ্চ বাস্তুচ্যুতির ঘটনা ছিল এটাই।
Post a Comment