ভারতে খোঁজ মিলল করোনা বিএ১২! কতটা ভয়ঙ্কর ওমিক্রনের এই সাব-ভেরিয়েন্ট


ODD বাংলা ডেস্ক: 
করোনা অতিমারীর শেষ কোথায়? এই প্রশ্নই এখন সকলের মনে। কিছুদিন আগেই মনে হচ্ছিল যে এই ভাইরাস বোধহয় আমাদের ছেড়ে চলে গেল। কিন্তু বর্তমানে বিষয়টি একেবারেই তেমন নয়। কারণ ভারতে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এক্ষেত্রে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার এই করোনা সংক্রমণ বৃদ্ধির ঘটনাকেই অনেকে চতুর্থ ঢেউ হিসাবে দেখছেন। তার মধ্যে আবার মাথা চাড়া দিয়েছে নতুন এক সমস্যা। এক্ষেত্রে বিহারের স্বাস্থ্য দপ্তর আবার সেই রাজ্যে খুঁজে পেয়েছে ওমিক্রনের বিএ.১২ ভ্যারিয়েন্ট। পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (IGIMS) মিলেছে এই করোনা ভ্যারিয়েন্টে। গবেষণা বলছে, নতুন এই ভ্যারিয়েন্ট অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে বিএ.২ এর থেকেও ১০ গুণ দ্রুত গতিতে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে জানা যাচ্ছে।

এই ভ্যারিয়েন্ট প্রথমবার পাওয়া গিয়েছিল আমেরিকায়। এছাড়া দিল্লিতেও পাওয়া গিয়েছে এই ভ্যারিয়েন্ট। 

​বিএ.১২ কী?

বিএ.১২ হল  ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট।এক্ষেত্রে বিএ.২ এর তুলনায় এই ভ্যারিয়েন্ট প্রায় ১০ গুণ বেশি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে ওমিক্রনের বিএ.২ (BA.2) অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আগে মনে করা হতো। এছাড়া করোনার তৃতীয় ঢেউয়ের (Corona 3rd Wave) পিছনে অনেক ক্ষেত্রেই যে এই ভাইরাস ছিল, এই বিষয়টা এখন অনেকেই বলছেন। তাই দেশের প্রতিটি মানুষের সতর্ক হওয়া উচিত।
বিএ.১২ কতটা বিপজ্জনক?

বিশেষজ্ঞরা বলছেন, এই সাব ভ্যারিয়েন্ট অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে এর থেকে হাসপাতালে ভর্তির আশঙ্কা কতটা, এই নিয়ে এখনও বলার সময় আসেনি। এছাড়া ভাইরাস এখানে কতটা দ্রুত ছড়িয়ে যেতে পারে, সেই বিষয়টা নজরে রাখতে হবে। এই বিষয়গুলি ঠিক মতো পর্যবেক্ষণ করতে পারলেই সমস্যার হতে পারে সমাধান। কারণ এখনও সকলের হাতে এই নিয়ে বিশেষ কিছু তথ্য নেই। তথ্য হাতে থাকলেই এই বিষয়টা বোঝা হবে সম্ভব।

আমেরিকায় এই ভ্যারিয়েন্ট নতুন করে সমস্যা সৃষ্টি করেছে। গত মাসে এই ভ্যারিয়েন্টই সেই দেশে আক্রান্তের সংখ্যা বাড়িয়েছে। এখন ভারত ছাড়াও অনেক দেশেও মিলছে এই ভাইরাস। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.