কিমের দেশে প্রথম করোনায় মৃত্যু! কাঁপছে গোটা দেশ
ODD বাংলা ডেস্ক: করোনায় কাবু কিম জং উনের দেশ। বৃহস্পতিবারই জানা গিয়েছিল উত্তর কোরিয়ায় প্রথম কোনও করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এবার আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এল। উত্তর কোরিয়ায় এই প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটল। জানা গিয়েছ, করোনার ওমিক্রন প্রজাতিতে আক্রান্ত হয়ে ৬জনের মৃত্যু হয়েছে কিমের দেশে। ওই ৬ জনের শরীরে জ্বরের উপসর্গ ছিল। পরে তাঁদের করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই সে দেশে আতঙ্ক তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অনেকদিন ধরেই উত্তর কোরিয়ায় করোনাভাইরাসের অস্তিত্ব রয়েছে। যদিও কখনই করোনা সংক্রমণের বিষয়টি সামনে আনেনি কিম প্রশাসন। বরাবরই তারা দাবি করে এসেছে যে, সে দেশকে স্পর্শ করতে পারেনি করোনা। এই আবহে বৃহস্পতিবার প্রথমবার সরকারি ভাবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রথমবার করোনা সংক্রমণের কথা জানানো হয়। তবে কত সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন, সেই পরিসংখ্যান জানানো হয়নি। সংক্রমণ মোকাবিলায় উত্তর কোরিয়ায় কঠোর লকডাউন জারি করেছেন কিম জং উন।
উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এপ্রিলের শেষ থেকেই জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছিল উত্তর কোরিয়ায়। প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের শরীরে জ্বরের উপসর্গ দেখা গিয়েছে। তবে তাঁদের মধ্যে কতজন করোনায় আক্রান্ত সেই পরিসংখ্যান উল্লেখ করা হয়নি। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জ্বরে ভুগছেন প্রায় ১ লাখ ৮৭ হাজার মানুষ। তাঁদের আলাদা জায়গায় রেখে চিকিৎসা চালানো হচ্ছে।
Post a Comment