তাজমহলের সেই ২২টি ‘গোপন কুঠুরির’ ছবি প্রকাশ করল ASI


ODD বাংলা ডেস্ক: বিশ্বের সপ্তাশ্চর্য তাজমহলকে ঘিরে রয়েছে নানা রহস্য। তেমনই এক রহস্য তাজমহলের নীচের ‘২২টি তালবন্ধ ঘর’। কিছুদিন আগেই ওইসব ঘরগুলি খোলার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দেশের হিন্দুত্ববাদীরা। তবে তা খারিজ করে দেয় আদালত। অবশেষে সেই ‘গোপন’ কুঠুরিগুলির ছবি প্রকাশ করল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া।

একইসঙ্গে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কর্মকর্তারা জানিয়েছেন ওই কুঠুরিগুলিতে কোনও লুকনো কিছু নেই, এগুলি মূল কাঠামোর অংশমাত্র। শুধু তাজমহল নয়, এমন কুঠুরি অনেক যুগের স্থাপত্যেই রয়েছে বলেও জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের ওই পুরাতত্ত্ব বিষয়ক সংস্থা থেকে। উদারহণ হিসেবে বলা হয়েছে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির কথা।

তাজমহল রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত এএসআইয়ের ‘আগরা সেল’ জানিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যমুনা নদী লাগোয়া ওই ভূগর্ভস্থ ঘরগুলিতে রক্ষণাবেক্ষণের কাজ হয়েছিল। সে সময়ই ছবিগুলো তোলা হয়। প্রকাশিত চারটি ছবি গত ডিসেম্বরে তোলা হয়েছিল।


তাজমহল আসলে ‘তেজো মহালয়’ নামে একটি শিব মন্দির বলে দাবি হিন্দুত্ববাদী সংগঠনগুলির। বিজেপির অযোধ্যা জেলার ‘মিডিয়া ইনচার্জ’ রজনীশ সিংহ এএসআইয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাজমহলের ‘আসল ইতিহাস’ অনুসন্ধানের দাবিতে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে মামলাটি দায়ের করেছিলেন। পাশাপাশি, তাজমহলের অন্দরে দীর্ঘদিন ধরে তালাবন্ধ ওই ২২টি ঘর খোলারও দাবি জানান তিনি। গত ১২ মে সেই আবেদন খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.