বুদ্ধ পূর্ণিমায় নেপালে মোদী, মায়াদেবী মন্দিরে দিলেন পুজো


ODD বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪ দিনের সফরে সোমবার নেপালে পৌঁছেছেন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, দু'দেশের সম্পর্কে কিছুটা ছেদ পড়ে ২০২০ সালে সীমান্ত বিরোধের কারণে। সেই সম্পর্ককে মেরামত করতেই নরেন্দ্র মোদীর এ সফর বলে মনে করছেন বিষেষজ্ঞরা।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে লুম্বিনিতে পৌঁছেছেন মোদী।গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল বলে বৌদ্ধ ধর্মের পবিত্রতম স্থানগুলোর মধ্যে একটি এই লুম্বিনি। প্রধানমন্ত্রী মোদী ও তার সফর সঙ্গীরা উত্তর প্রদেশের কুশিনগর থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে নেপালে গিয়েছেন।  

লুম্বিনিতে পৌঁছানোর পর মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা, তাঁর স্ত্রী আরজু দেউবা এবং নেপালের একাধিক মন্ত্রী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এরপর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মায়া দেবীর মন্দির পরিদর্শনে যান মোদী। মায়া দেবী মন্দিরে দুই দেশের প্রধানমন্ত্রীর একটি ছবি শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় ইতোমধ্যে টুইটও করেছে। তাতে বলা হয়েছে, বন্ধুত্বের চিরন্তন বন্ধন...।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.