দীর্ঘদিন ডায়াবিটিসে আক্রান্ত? হারাতে পারেন দৃষ্টিশক্তি
ODD বাংলা ডেস্ক: বর্তমান সময়ে বেশ পরিচিত একটি রোগ হলো 'ডায়াবেটিস'। এটিকে বলা হয় ‘নীরব ঘাতক’। ভয়ঙ্কর এই ডায়াবিটিস রোগটি আপনার অজান্তেই শরীরে নানা সমস্যা তৈরি করতে পারে। এর প্রভাব পড়তে পারে চোখেও।
শুধু চোখ নয়, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃৎপিণ্ড, রক্তনালি, স্নায়ু, কিডনি, মুখ, দাঁত, পা ইত্যাদি অঙ্গও মারাত্মকভাবে আক্রান্ত হয়ে থাকে।
দীর্ঘদিন ধরে ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার ফলে যেসব লক্ষণ দেখা দেয় তা নিম্নে তুলে ধরা হলো-
লক্ষণ
* এ ক্ষেত্রে অনেক ডায়াবিটিস রোগীর ধীরে ধীরে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায়।
* এই সমস্যায় আক্রান্তদের কিছু পড়তে বা দূরের জিনিস দেখতে সমস্যা হয়।
* ডায়াবিটিক রেটিনোপ্যাথির সমস্যা বাড়তে শুরু করলে অনেকের রং দেখতেও সমস্যা হয়।
* চোখে স্বাভাবিক দেখতে দেখতে হঠাৎ করেই চার দিকটা অন্ধকার দেখায়। আবার কেউ কেউ নির্দিষ্ট কোনও অংশ দেখতে পান না।
* চোখের সামনে পোকার মতো কিছু ঘুরে বেড়াচ্ছে মনে হয়।
* আচমকা আলোর ঝলকানিও এই রোগের লক্ষণ।
করণীয়
* এই ধরনের লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
* এ ক্ষেত্রে রেটিনা সার্জনরা সাধারণত বেশ কয়েকটি পরীক্ষা করান। এগুলির মধ্যে রয়েছে অ্যাঞ্জিওগ্রাফি, চোখের স্ক্যান।
* চিকিৎসকদের মতে, ডায়াবিটিস রোগীদের রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে চোখের সমস্যা অনেক কম হয়।
* খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ আর নিয়মিত ব্যায়াম প্রয়োজন।
* নিয়মিত চোখ পরীক্ষা করাতে হবে।
Post a Comment