রাজা বিক্রমাদিত্য হলেন কুতুব মিনারের প্রতিষ্ঠাতা! উঠল চাঞ্চল্যকর দাবি
ODD বাংলা ডেস্ক: ইতিহাসের বইয়ে পড়া সব তথ্য কি তবে ভুল! কুতুবুদ্দিন আইবক নন, কুতুব মিনার আদতে বানিয়েছেন রাজা বিক্রমাদিত্য। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা ধরমবীর শর্মা। তাঁর দাবি, সূর্যের অবস্থান দেখতে কুতুব মিনার বানিয়েছিলেন রাজা বিক্রমাদিত্য।
এ প্রসঙ্গে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা ধরমবীর শর্মা বলেন, ''এটা আসলে কুতুব মিনার নয়, সূর্য টাওয়ার। পঞ্চম শতকে রাজা বিক্রমাদিত্য এটি তৈরি করেছিলেন। এই নিয়ে আমার কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।'' তিনি আরও বলেছেন, ''কুতুব মিনার ২৫ ইঞ্চি হেলানো রয়েছে। কারণ, ২১ জুন সূর্যের অবস্থান পর্যবেক্ষণের জন্য এটি বানানো হয়েছে, যাতে সূর্যের আলোয় মিনারের কোনও ছায়া না পড়ে। বিজ্ঞানসম্মত ভাবেই এমনটা করা হয়েছে।'' তিনি আরও বলেন, কুতুব মিনার একটি স্বয়ংসম্পূর্ণ স্থাপত্য। মসজিদের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কুতুব মিনারের ফটকের মুখ উত্তর দিকে রয়েছে। রাতের আকাশে যাতে ধ্রুবতারা দেখা যায়।
Post a Comment