সামনেই রাজ্যসভা নির্বাচন, কোন রাজ্যে কত আসন খালি হচ্ছে জেনে নিন

ODD বাংলা ডেস্ক: আগামী জুন মাসেই দেশের সংসদের উচ্চকক্ষের গুরুত্বপূর্ণ ৫৭টি আসনে নির্বাচন হতে চলেছে৷ যাতে অংশ নেবে দেশের ১৫টি রাজ্য।কোন রাজ্যে কত আসন খালি হচ্ছে? উত্তর প্রদেশে ১১ টি রাজ্যসভা আসন খালি হবে৷ তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে ছটি রাজ্যসভা আসন শূন্য হবে৷ বিহার থেকে এবং অন্ধ্রপ্রদেশে পাঁচটি রাজ্যসভা আসনে রাজ্যসভা নির্বাচন হবে। অন্যদিকে রাজস্থান এবং কর্ণাটক থেকে চারজন করে সদস্য অবসর নিচ্ছেন রাজ্যসভা থেকে। মধ্যপ্রদেশ ও ওড়িশায় তিনজন সদস্য রাজ্যসভা থেকে অবসর নেবেন৷ তেলেঙ্গানা, ছত্তিশগড়, পাঞ্জাব, ঝাড়খণ্ড ও হরিয়ানা থেকে দুজন করে এবং উত্তরাখণ্ডের একজন সদস্য রাজ্যসভা থেকে অবসর নিতে চলেছেন! 

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের নোটিশ দেওয়া হবে ২৪ মে এবং প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩১ মে। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১ জুন এবং প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুন। নির্বাচন কমিশন জানিয়েছে ১০ জুন ভোটগ্রহণের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ভোট গণনা হবে বিকেল ৫টা থেকে। 

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য পর্যবেক্ষক নিয়োগের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার পর্যবেক্ষণে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷ ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীন সমস্ত কোভিড-১৯ নিয়ম অনুসরণ করা হবে। নির্বাচিত হওয়া নতুন সদস্যদের অধিকাংশই জুলাইয়ে হতে চলা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.