ছোট বাচ্চা নিয়ে বেড়াতে যাচ্ছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য

ODD বাংলা ডেস্ক:  শিশুকে নিয়ে ভ্রমণ করা কিন্তু সহজ কথা নয়। বিশেষ করে শিশুর বয়স যত কম এই চ্যালেঞ্জের মাত্রাও তত বেশি। তার ওপর পথের ক্লান্তিও শিশুর জন্য বেদনাদায়ক হয়ে দাঁড়ায়। এ জন্য শিশুকে সঙ্গে নিয়ে দূরপথের যাত্রা করলে কিছু বিষয়ে আগে থেকেই সচেতন থাকতে হবে।

আরামদায়ক পোশাক সঙ্গে নিন

দূরপথের যাত্রায় শিশুকে বয়স বুঝে আরামদায়ক পোশাক পরাতে হবে। অনেক মা-বাবা কোথাও বেড়াতে নিয়ে গেলে শিশুকে ঝলমলে, ভারী কাজের পোশাক পরিয়ে দেন। এমন পোশাকে গরম বেশি বোধ হয়। শিশু ঘেমে সহজেই ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়তে পারে। শিশুর জন্য বাড়তি কয়েক সেট কাপড় রাখতে হবে। যানবাহনে ঘেমে গেলে বা প্রস্রাব-পায়খানায় ভিজে গেলে দ্রুত পোশাকটি বদলে দিতে হবে। আবহাওয়ার ধরন বুঝে শিশুর জন্য উপযুক্ত পোশাক বেছে নিতে হবে। শীতকালে চাই পর্যাপ্ত গরম জামাও। শিশুকে আরামদায়ক জুতা পরাতে হবে যাতে হাঁটতে কষ্ট না হয়। শিশুকে নিয়ে যাত্রা করলে একটু সকাল সকাল বের হওয়াই ভালো। 

বড় বা ভারী ব্যাগ নেবেন না

বড় ব্যাগ বা ভারী জিনিস পরিহার করার চেষ্টা করুন। কারণ দূর যাত্রায় শিশু সঙ্গে থাকলে তাকে সামলানোর জন্য সবসময় একজনকে শিশুর পাশে থাকতে হয়। শিশু হাটতে অক্ষম হলে তাকে কোলে বহন করতে হয়। এসময় সঙ্গে ভারী ব্যাগ বিরক্তির কারণ হতে পারে। ব্যাগ সঙ্গে রাখতে হলে আলাদা আরেকজনকে সঙ্গে রাখতে পারেন,সুবিধা হবে।

দুরন্ত শিশু হলে যানবাহনে ওর দিকে নজর রাখতে হবে

শিশু হাঁটা ও কথা বলা শিখলে ওর দিকে যাত্রাপথে বাড়তি মনোযোগ দিতে হবে। এই বয়সী শিশুদের কৌতূহল বেশি হয়। দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এ জন্য চোখে চোখে রাখতে হবে। একটি কাগজে নিজেদের ঠিকানা ও মোবাইল নম্বর লিখে শিশুর শার্ট বা প্যান্টের পকেটে গুঁজে দিন। যাতে হারিয়ে গেলে অভিভাবককে সহজে খুঁজে বের করা যায়। বাস-ট্রেনের জানালা দিয়ে শিশু যাতে হাত বা মাথা বের না করে সেদিকেও সতর্ক থাকতে হবে। শিশুকে পথে যাতে মশা না কামড়ায় সেজন্য মশা তাড়ানোর ক্রিম ত্বকে মালিশ করে দিতে হবে। 

রাস্তার খাবার ভুলেও খাওয়াবেন না

যানবাহনে হকাররা চটকদার ও মুখরোচক নানা খাবার ফেরি করে বেড়ায়। এসব খাবার খেতে শিশুরা আবদার করতেই পারে। এ ব্যাপারে সংযম বজায় রাখতে হবে। পথের খাবার স্বাস্থ্যকর নয়। এগুলো খেয়ে শিশু ডায়রিয়া বা পেট ব্যথায় কষ্ট পেতে পারে। ঘর থেকে শিশুর জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করে সঙ্গে নিতে হবে। যানবাহনেও নির্দিষ্ট সময় হলে বা শিশুর খিদে পেলে তাকে খাবার খাওয়াতে হবে। খাবার যাতে গরম থাকে এ জন্য হটপট ব্যবহার করতে হবে। গাড়িতে শিশুকে জল খাওয়ানোর সময় সতর্ক থাকতে হবে। কেননা জলপানের সময় গাড়ির ঝাঁকুনিতে বিষম খেতে পারে শিশু।

শিশুর প্রিয় খেলনা নিন

দূর যাত্রায় শিশুর পছন্দের কয়েকটি খেলনাও সঙ্গে রাখতে হবে। পথে শিশু কান্নাকাটি করতেই পারে। কারও কান্না সহজেই থেমে যায়। আবার কেউ কেউ অনবরত কাঁদতেই থাকে। এ সময় শিশুকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করতে হবে। শিশু কোনো কারণে ক্রমাগত কেঁদে গেলে আশপাশের যাত্রীরা বিরক্ত হতে পারে। এতে নিজেদের বিব্রত হওয়া যাবে না। ধৈর্য সহকারে শিশুকে দেখভাল করতে হবে। মনে রাখতে হবে সব পরিবারেই শিশু আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.