দীর্ঘ ১৫ বছর ব্যবসা করার পর দেশ থেকে বিদায় নিচ্ছে Starbucks
ODD বাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলভিত্তিক বহুজাতিক কফি হাউস চেইন স্টারবাকস করপোরেশন ১৫ বছরের ব্যবসা গুটিয়ে রাশিয়া ছাড়ছে। বিষয়টি নিশ্চিত করেছে খোদ স্টারবাকস। ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য এর আগে একাধিক পশ্চিমি কোম্পানি রাশিয়ায় ব্যবসা বন্ধের ঘোষণা করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল স্টারবাকসের নাম।
রয়টার্স বলছে, রাশিয়ায় স্টারবাকসের কফি হাউসের সংখ্যা ১৩০। স্থানীয় কোম্পানি আলশায়া গ্রুপের নামে নিবন্ধন নিয়ে রাশিয়ায় কার্যক্রম পরিচালনা করে আসছিল স্টারবাকস। সেখানে তাদের কর্মীসংখ্যা প্রায় ২ হাজার। তবে স্টারবাকসের ব্যবসা গুটিয়ে নেওয়ার এই সিদ্ধান্তের সঙ্গে অন্য বিদেশি কোম্পানির রাশিয়া ছাড়ার মধ্যে পার্থক্য আছে।
এর আগে গত সপ্তাহে মার্কিন বহুজাতিক ফাস্ট ফুড কোম্পানি ম্যাকডোনাল্ডস জানায়, নতুন নামে ব্যবসা শুরু করতে রাশিয়ায় নিবন্ধিত কোম্পানি আলেকজান্ডার গভোরের কাছে রেস্তোরাঁ বিক্রি করে দিচ্ছে তারা। এদিকে ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনো পুনরায় কিনে নেওয়ার শর্তে রাশিয়ার সর্ববৃহৎ গাড়ি নির্মাতা কোম্পানির কাছে তাদের বেশির ভাগ মালিকানা বিক্রি করে দিয়েছে।
স্টারবাকস ২০০৭ সালে রাশিয়ায় প্রথম রেস্তোরাঁ চালু করে। এর ১৫ বছর পর কোম্পানিটি রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিল। তবে একই সঙ্গে কোম্পানিটি এ-ও বলেছে, ব্যবসা বন্ধ করলেও রাশিয়ায় থাকা কর্মীদের সহযোগিতা অব্যাহত রাখবে তারা। কর্মীদের ৬ মাস বেতন দেওয়ারও ঘোষণা করেছে স্টারবাকস।তবে রাশিয়া ছাড়ার কারণে কী পরিমাণ আর্থিক ক্ষতি হবে, সে সম্পর্কে বিস্তারিত জানায়নি স্টারবাকস।
ইউক্রেনে হামলার জন্য ইতিমধ্যে কোকাকোলা, পেপসি, অ্যাপল, জারা, এইচঅ্যান্ডএম, আইকিয়া, স্যামসাং, বারবেরি, রোলস রয়েস, অ্যাস্টন মার্টিন ল্যাগোন্ডা, জাগুয়ার ল্যান্ড রোভার, জেনারেল মোটরস, নেটফ্লিক্সসহ বিভিন্ন খাতের বেশ কিছু বৃহৎ বহুজাতিক কোম্পানি রাশিয়ায় ব্যবসা বন্ধ করে দিয়েছে।
Post a Comment