ফের চোখ রাঙাচ্ছে করোনা! রাজ্যে জারি হল ১৪৪ ধারা


ODD বাংলা ডেস্ক: দেশে ফের চোখরাঙাতে শুরু করেছে করোনভাইরাস। এই পরিস্থিতিতে চতুর্থ ঢেউ বাড়াচ্ছে চিন্তা। এই প্রেক্ষাপটে নয়ডায় করোনা সংক্রমণ রুখতে ব্যাপক কড়াকড়ির পথে হাঁটল প্রশাসন। গৌতম বুদ্ধ নগরে কোভিডের দাপটের জেরে ১৪৪ ধারা জারি করা হল। সোমবার থেকে ৩১ মে পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে ওই এলাকায়। পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন গৌতম বুদ্ধ নগরের পুলিশ কমিশনার।

এই প্রসঙ্গে গৌতম বুদ্ধ নগরের পুলিশ কমিশনারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ''ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি মোতাবেক কেউই কোনও বিক্ষোভ প্রদর্শন বা অনশন করতে পারবেন না। জনসমক্ষে পুজো বা নমাজ পাঠে অনুমতি নেই। পরীক্ষা চলাকালীন স্কুলে দুরত্ববিধি বজায় রাখতে হবে। সেই সঙ্গে প্রয়োজনীয় কোভিড বিধি মেনে চলতে হবে।'' 

আরও বলা হয়েছে যে, পরীক্ষাকেন্দ্রের নিকটবর্তী এলাকায় লাউডস্পিকারের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ লাউডস্পিকার বিক্রি বা ভাড়া দিতে পারবেন না।

উল্লেখ্য, রবিবার গৌতম বুদ্ধ নগরে নতুন করে ১১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ওই জেলায় এই মুহূর্তে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭৩৮। গত ১৯ এপ্রিল থেকে উত্তরপ্রদেশের এই জেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্তের হদিশ মিলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.