শুয়ে বই পড়লে এত ক্ষতি!

ODD বাংলা ডেস্ক: অনেকের কাছে বই পড়া শখ কিংবা অভ্যাস। তাই বইয়ে বুঁদ হতে একেক জন একেক পদ্ধতি অবলম্বন করেন। কেউ বসে, কেউ শুয়ে, আবার অনেকে হাঁটতে হাঁটতেও! তবে জানেন কি? শুয়ে বই পড়লে উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি হয়!

চোখের ওপর চাপ: বিজ্ঞানীরা পরামর্শ দিয়েছেন—বই থেকে চোখের দূরত্ব অন্তত যেন ১৫ ইঞ্চি হয় এবং চোখের সঙ্গে বইয়ের অ্যাঙ্গেল থাকতে হবে ৬০ ডিগ্রি। যাতে চোখের ওপর চাপ পড়ে। শুয়ে বই পড়লে এগুলোর কিছুই মানা হয় না। তাই কিছুক্ষণ পড়ার পরেই ক্লান্তি হয় শরীরে। চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসার সম্ভাবনা থাকে। এমনকি এতে চোখের অংশে কমে যেতে পারে রক্তচলাচল।

চোখ লাল হওয়া: চিকিৎসা বিজ্ঞান বলছে, চোখের পেশিগুলোয় অত্যাধিক চাপ পড়ে বলেই চোখ লাল হয়ে যায়। এটি অ্যাস্থেনোপিয়া রোগের একটি বিশেষ লক্ষণ। এর ফলে চোখের অশ্রুগ্রন্থির পানি শুকিয়ে যেতে পারে। জেনে রাখা ভালো, শুয়ে বই পড়লে চোখের ওপর প্রচুর চাপ পড়ে।

মাথা ব্যথা: শুয়ে বই পড়লে চোখে তো চাপ পড়েই, সেই চাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মাথাতেও। বিভিন্ন নার্ভ আমাদের ব্রেনে গিয়ে ভিশনারি সেন্স তৈরি করে। তাই চোখের ওপর অস্বাভাবিক চাপ পড়লে নার্ভগুলো ঠিকমত কাজ করে না। উপরন্তু চোখের পেশির কাজে বাধা তৈরি হওয়ায় তা প্রভাব ফেলে মাথার পেশিতেও। এতে কমে যেতে পারে ঘুমের পরিমাণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.