জ্যৈষ্ঠ মাসে মেনে চলুন এইসব নিয়ম, ভগবানের আশীর্বাদ বর্ষিত হবে আপনার ওপর
ODD বাংলা ডেস্ক: হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসে বিষ্ণু, সূর্য ও বজরংবলীর পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসের গ্রহ অধিপতি মঙ্গল। তাই জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার গুরুত্ব বহন করে। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার বজরংবলীর পুজো করলে বিশেষ ফল লাভ করা যায়। অন্য দিকে এই মাসে সূর্য ও বরুণ দেবের উপাসনা করলেও বিশেষ ফলাফল লাভ করতে পারেন।জ্যৈষ্ঠ মাসে কী করবেন এবং কী করবেন না জেনে রাখুন।
১. মহাভারতে জ্যৈষ্ঠ মাস সংক্রান্ত একটি স্লোক পাওয়া যায়। যার বাংলা অর্থ হল জ্যৈষ্ঠ মাসে যে ব্যক্তি একবেলা খাবার খান, তিনি ধনী হন। তাই সম্ভব হলে এই মাসে এক বেলা ভোজন করা উচিত। ধর্ম মতে, জ্যৈষ্ঠ মাসে একবেলা খাবার খেলে ব্যক্তি ধন-সম্পত্তির মালিক হন।
২. জ্যৈষ্ঠ মাসে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে যাওয়া উচিত। তার পর স্নান করে সূর্যকে জলের অর্ঘ্য দিন। এ সময় জল দান করা শুভ। অর্থাৎ তৃষ্ণার্ত ব্যক্তিদের পানীয় জল দেওয়ার ব্যবস্থা করতে পারেন। এই মাসে জল অপচয় করা উচিত নয়। জ্যৈষ্ঠ মাসে জল অপচয় করলে সেই ব্যক্তি বরুণ দোষের শিকার হন।
৩. ধর্ম গ্রন্থ অনুযায়ী এ মাসে তিল দান করা উচিত। তিল দান করলে বিষ্ণু প্রসন্ন হন এবং নিজের ভক্তদের মনোস্কামনা পূর্ণ করেন।
৪. জ্যৈষ্ঠ মাসের অধিপতি গ্রহ মঙ্গল। তাই এই মাসে মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু দান করা লাভদায়ক। মুসুর ডাল, তামা, গুড় দান করা শুভ। এই দান অত্যন্ত শুভ।
৫. এই মাসে নাড়ু গোপালের অভিষেক করে মাখন ও মিশ্রির ভোগ নিবেদন করা উচিত। পাশাপাশি নাড়ু গোপালকে চন্দনের প্রলেপ লাগানো উচিত।
৬. এই মাসে পশু, পক্ষী, জীব-জন্তুদের জন্যও জলের ব্যবস্থা করা উচিত। এর উপায় করলে সূর্য প্রসন্ন হন এবং কোষ্ঠিতে উপস্থিত গ্রহ দোষও দূর হয়ে যায়।
৭. সম্ভব হলে এই মাসে ছাতা, অন্ন, পানীয় ইত্যাদি অবশ্যই দান করুন।
৮. আশপাশের কোনও গোয়ালে সবুজ ঘাস দান করলেও পুণ্য অর্জন করতে পারেন।
৯. জ্যৈষ্ঠ মাসে শিবের পুজো করারও বিধান রয়েছে। তাই নিয়মিত শিবলিঙ্গে জল অর্পণ করুন।
১০. এই মাসে ভোরবেলা উঠে স্নানের পর মা লক্ষ্মীর ধ্যান করুন।
১১. জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া নিষিদ্ধ। আয়ুর্বেদ অনুযায়ী এ মাসে বেগুন খেলে শরীরের নানান ক্ষতি হতে পারে। এই মাসে শরীরে বাত রোগ ও গরম বৃদ্ধি পায়। এ কারণে পুরো মাস বেগুন খাওয়া এড়িয়ে যাওয়া উচিত।
১২. এই মাসে দিনের বেলা ঘুমানো উচিত নয়।
Post a Comment