গলাব্যথা সারছে না? রান্নাঘরেই আছে সমাধান

ODD বাংলা ডেস্ক: আবহাওয়া পরিবর্তনের ফলে ছোট খাটো অসুখে আক্রান্ত হওয়া রোগী রয়েছে ঘরে ঘরেই। ছো়ট-বড় অনেকেই সর্দি-কাশি, গলা ব্যথায় ভুগছে। সমস্যা হচ্ছে, এসব উপসর্গ মৃদু হলেও ছাড়তে বেশ সময় লাগছে। তত দিন ধরে ওষুধ খেতেও ভালো লাগে না। কিন্তু তা সারানোর উপায়ও পাওয়া যায় না।

এ সময়ে ঘরোয়া কিছু টোটকা কাজে লাগতে পারে। রান্নাঘরের কিছু জিনিসই করে দিতে পারে সমাধান। দু’টি উপাদান দ্রুত ঠান্ডা লাগার সমস্যা কমাতে পারে। আরাম মিলতে পারে গলা ব্যথা থেকেও। কীভাবে? চলুন জেনে নেয়া যাক-

যা করতে হবে

হলুদ এবং মধু প্রায় সব বাড়িতেই থাকে। এই দু’টি উপাদানই এ সময়ে সাহায্য করতে পারে এ সময়ে। এই দু’টি উপাদানেই আছে অ্যান্টি-ব্যাক্টিরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট। কমাতে পারে প্রদাহও। হলুদে উপস্থিত কার্ক্যুমিনয়েড কমাতে পারে অ্যালার্জির সমস্যাও। পাশাাপাশি মধু, সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।

এই দু’টি উপাদান একসঙ্গে খেলে প্রদাহ কমে। গলাব্যথা কমে। সর্দি-কাশিও কমে।

হলুদ আর মধু একসঙ্গে খাবেন যেভাবে

একটি কাপে আধা চামচ মধুর সঙ্গে মিশিয়ে নিন দু’চামচ হলুদ আর দু’ফোঁটা লেবুর রস। মিশ্রণটি একটি পাত্রে সংরক্ষণ করুন। ঠান্ডা লাগার সমস্যা হলেই দিনে তিন বার আধা চামচ করে খান মিশ্রণটি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.