নতুন সংসারে পা রেখে কি বিপদে পড়লেন শ্রাবন্তী!


ODD বাংলা ডেস্ক: শ্বশুর বাড়িতে পা রাখার পর থেকেই বিপদের মুখে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রোজ রাতেই ঘটতে থাকে নানা অদ্ভুত ঘটনা। কখনও শ্রাবন্তীর পা ধরে টানছে কোনও এক ছায়া, কখনও আবার গলা টিপে ধরছে। শ্রাবন্তী তো বুঝতেই পারছে না, ঠিক কী ঘটছে। অন্যদিকে শ্রাবন্তীর স্বামী ওম তো বুঝতেই পারছে ঠিক কী করা উচিত। শ্রাবন্তীর শাশুড়ি আবার গোটা দোষ ঠেলেছেন বউমার দিকেই। নতুন সংসার টিকবে তো!

আসলে শীঘ্রই মুক্তি পেতে চলেছে শ্রাবন্তী ও ওম অভিনীত ছবি ‘ভয় পেও না’। সম্প্রতি প্রকাশ্যে এল এই ছবিরই ট্রেলার। ছবির নাম ‘ভয় পেও না’ হলেও, ট্রেলারও বেশ গা ছমছমে। ‘ভয় পেও না’ ছবির ট্রেলারেও রয়েছে সেরকমই সারপ্রাইজের আঁচ।

ছবির চিত্রনাট্য বউমা ও শাশুড়ির সম্পর্ক নিয়েই তৈরি হয়েছে। তবে গল্পে রয়েছে দারুণ টুইস্ট। সেই টুইস্ট কি আসলে ভয়ের? ভূত রয়েছে? ছবির টিম তা নিয়ে মুখ না খুললেও, শ্রাবন্তী কিন্তু বাস্তবে ভূতে বড্ড ভয় পান। তবুও ভূতের ছবি দেখতে দারুণ ভালবাসেন তিনি। শ্রাবন্তীর কথায়, ভূতের ছবির গা ছমছমে ব্যাপারটাই দারুণ লাগে। ছবিটি মুক্তি পাবে ২৭ মে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.