বিয়ে করলেই বাড়বে বেতন, বিশেষ সুবিধা দিচ্ছ এই সংস্থা


ODD বাংলা ডেস্ক: বিভিন্ন প্রতিষ্ঠান যখন কর্মী সংকোচন নীতি গ্রহণ করেছে, তখন শ্রী মুকামবিকা ইনফোসল্যুশন (এসএমআই) কর্মীদের দিচ্ছে বিশেষ সুবিধা। যেমন, এই প্রতিষ্ঠানের কোনো কর্মী যদি বিয়ে করেন, তাহলে তাঁর বেতন বাড়িয়ে দেওয়া হবে। এখানেই শেষ নয়, কর্মীদের সঙ্গী খোঁজার ক্ষেত্রেও সহযোগিতা করে প্রতিষ্ঠানটি।

এসএমআই নামের এই তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু তামিলনাড়ুর সিভাকাসি থেকে। ২০০৬ সালে যাত্রা শুরু করে এসএমআই। এরপর প্রতিষ্ঠানটি বড় হতে থাকলে কর্মী পাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে ২০১০ সালে বাধ্য হয়ে প্রতিষ্ঠানটি চলে যায় মাদুরাইয়ে

প্রতিষ্ঠানটি যাত্রা শুরুর পর থেকেই বিয়ের ক্ষেত্রে কর্মীদের বিশেষ সুবিধা দিত। এরপর কর্মীদের সঙ্গী খুঁজতে সাহায্যের কাজটিও শুরু করে প্রতিষ্ঠানটি। তবে এসএমআই যাত্রা শুরুর কিছুদিনের মধ্যেই নতুন একটি নীতি গ্রহণ করে। এটি হল বছরে কর্মীদের বেতন বাড়বে দু-বার। আর এই বেতন বৃদ্ধি হবে ৬ থেকে ৮ শতাংশ। গত বছর ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান যখন কর্মী সংকোচন নীতি গ্রহণ করেছিল, তখনো দু-বার বেতন বৃদ্ধি অব্যাহত রেখেছিল প্রতিষ্ঠানটি। এ ছাড়া প্রতিষ্ঠানের সেরা কর্মীদের জন্য ছিল বিশেষ সুবিধা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্য সূত্রে খবর, এসএমআইয়ের এসব বিশেষ সুবিধার কারণে কর্মীরা সহজে অন্য প্রতিষ্ঠানে যান না। অন্যান্য তথ্যপ্রযুক্তিপ্রতিষ্ঠানে যখন কর্মীদের চাকরি ছাড়ার হার ২০ শতাংশ, তখন এই প্রতিষ্ঠানে কর্মী ছাড়ার হার ১০ শতাংশ। বর্তমানে এসএমআইয়ে কাজ করেন ৭৫০ কর্মী। এর মধ্যে ৪০ শতাংশ কর্মী কমপক্ষে পাঁচ বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করছেন।

কর্মীদের ভালোমন্দ নিজেই দেখেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এমপি সেলভা গণেশ। তিনি বলেন, ‘কর্মীরা যখন কোনো সংকটে পড়েন, তখন তাঁরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেন।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.