বড় ঘোষণা! রাজ্যে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক, কবে থেকে জানুন


ODD বাংলা ডেস্ক: বিরাট পদক্ষেপ নিল রাজ্য৷ ১ জুলাই থেকে ৭৫ মাইক্রনের একক ব্যবহারযোগ্য প্লাস্টিক(single use plastic) নিষিদ্ধ হতে চলেছে রাজ্যে। বাজারে সবজি বা মাছ কিনতে গেলে এই প্লাস্টিকই দিয়ে থাকেন দোকানদাররা। কিন্তু এবার আর তা করা যাবে না৷ এখন থেকে এই প্লাস্টিক দিলে বিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করা হবে। ছাড় পাবেন না ক্রেতাও৷প্লাস্টিক নেওয়ার অপরাধে  ক্রেতাকে  জরিমানা করা হবে ৫০ টাকা। ইতিমধ্যেই দার্জিলিং, সিকিমে প্লাস্টিক ব্যবহার সফলভাবে নিষিদ্ধ করা গেছে। এবার কলকাতা-সহ অন্যত্রও তা নিষিদ্ধ করা হবে।

পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দফতরের তরফ থেকে নোংরা-জঞ্জাল সংগ্রহ করার পদ্ধতিতে বদল আনা হচ্ছে। জাতীয় গ্রিন ট্রাইবুনাল নির্দেশ দিয়েছিল যে পৌরসভা এলাকায় কোনওরকম ভ্যাট রাখা যাবে না। এক্ষেত্রে প্রতিটি বাড়ি থেকে একই নিয়মে আবর্জনা সংগ্রহ করা হবে। নিয়মানুসারে প্রতিটি বাড়িতে নীল ও সবুজ রঙের দুটি করে বালতি রাখা থাকবে। নীল বালতিতে ফেলতে হবে অপচনশীল ময়লা এবং সবুজ বালতিতে ফেলতে হবে পচনশীল ময়লা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.