রবিবার ফলহারিণি কালীপুজো, জেনে নিন পুজোর সময়সূচী

ODD বাংলা ডেস্ক: রবিবার ফলহারিণী কালীপুজো।ফলহারিণী  অর্থাৎ ফল হরণকারী, অশুভ ফল হরণকারী। সমস্ত দেব-দেবীর পূজা, আরাধনায় কিছু না কিছু শুভ ফল লাভ হয় এবং কিছু না কিছু অশুভর বিনাশ হয়। জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদাকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন 'ফলহারিণী কালী' নামে। বিশ্বাস, এই তিথিতে দেবীর পূজা-আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয়।

আগামী ২৯ মে, ১৪ জ্যৈষ্ঠ, রবিবার শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে

অমাবস্যা তিথি আরম্ভ -

বঙ্গাব্দ – ১৪ জ্যৈষ্ঠ, রবিবার।

খ্রিস্টাব্দ – ২৯ মে, রবিবার।

সময় – দিবা ২টো ৫৭ মিনিট।

অমাবস্যা তিথি শেষ -

বঙ্গাব্দ – ১৫ জ্যৈষ্ঠ , সোমবার।

খ্রিস্টাব্দ – ৩০ মে, সোমবার।

সময় – অপরাহ্ণ ৫টা।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে

অমাবস্যা তিথি আরম্ভ -

বঙ্গাব্দ – ১৪ জ্যৈষ্ঠ, রবিবার।

খ্রিস্টাব্দ – ২৯ মে, রবিবার।

সময় – দিবা ২টো ২৫ মিনিট, ১৭ সেকেন্ড।

অমাবস্যা তিথি শেষ -

বাংলার – ১৫ জ্যৈষ্ঠ , সোমবার।

খ্রিস্টাব্দ – ৩০ মে, সোমবার।

সময় – ৩টে , ৪৮ মিনিট, ২৬ সেকেন্ড।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.