৯৫ পেরিয়েও সামলাচ্ছেন মুকুটের ভার, জানুন ইংল্যান্ডের রানি এলিজাবেথের সুস্বাস্থ্যের রহস্য
ODD বাংলা ডেস্ক: ইংল্যান্ডের রানি এলিজাবেথ সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি। ৯৫ পেরিয়ে তার বয়স ছুঁয়েছে ৯৬ তে। কিন্তু একই বয়সেও দিব্যি সামলাচ্ছেন ইংল্যান্ডের রানির দায়িত্ব। কোভিডেও আক্রান্ত হয়েছিলেন কিছু দিন আগে। সেই ধাক্কা সামলে আবার ফিরেছেন স্বাভাবিক জীবনে।
কিন্তু কোন জাদুকাঠির ছোঁয়ায় এখনো এত ফিট রানি এলিজাবেথ? ব্রিটিশ রাজপরিবারের প্রাক্তন ব্যক্তিগত রাঁধুনি ড্যারেন ম্যাকগ্রেডি জানাচ্ছেন, রানির সুস্বাস্থ্যের চাবিকাঠি লুকিয়ে আছে তার খাদ্যাভ্যাসের মধ্যে। জেনে নিন রোজ কী কী খান রানি।
চা-বিস্কুট
ম্যাকগ্রেডি জানাচ্ছেন, রোজ সকালে রানি প্রথমে খান চিনি ছাড়া আর্ল গ্রে চা। সঙ্গে থাকে বিস্কুট অথবা কুকি।
সকালের জলখাবার
শোনা যায়, সকালে নাকি এক বিশেষ ধরনের কর্নফ্লেক্সও খান রানি। সঙ্গে থাকে টোস্ট। ইংরেজ জলখাবারের অবিচ্ছেদ্য অংশ হলেও ইংল্যান্ডের রানি কিন্তু সচরাচর ডিম খান না সকালে।
দুপুরের খাবার
রানির দুপুরের খাবারে কার্বোহাইড্রেট থাকে কম, প্রোটিন থাকে বেশি। ম্যাকগ্রেডি জানাচ্ছেন পালংশাক সহযোগে স্কটিশ স্যামন মাছ খেতে খুবই পছন্দ করেন রানি। গ্রিল করা মুরগির মাংস ও স্যালাড খেতেও বেশ পছন্দ করেন তিনি।
বিকেলের নাস্তা
বিকেলে কিছু না কিছু অবশ্যই খান রানি। বিকেলে ফের এক বার চা খান এলিজাবেথ। সঙ্গে থাকে শশার স্যান্ডউইচ, স্ট্রবেরি জ্যাম ও ফ্রুট কেক।
নৈশভোজ
কেউ নিমন্ত্রিত না থাকলে রাতেও শর্করাহীন খাবার খান রানি এলিজাবেথ। সাধারণত রাতে গ্রিল অথবা পোচ করা মাছ ও স্যালাড খান তিনি। তবে রাতের খাবারের শেষে মিষ্টিমুখ না করলে চলে না তার। রানি নাকি ডার্ক চকলেট খেতে খুবই পছন্দ করেন।
Post a Comment