বেলুনের মধ্যে মালা বদল, বর-কনের 'অভিনব বিয়ে' ভাইরাল
ODD বাংলা ডেস্ক: বিয়ের মরসুমে বিয়ের ভিডিও (Wedding Video) ভাইরাল (Viral)। বিয়ে তো শুধু দুটি মানুষের মিলন নয়, দুই পরিবারের মিলন। ফলে একাধিক দিন ধরে একাধিক নিয়ম-নীতি চলতেই থাকে। আর তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে মাল্যদান। আর সেখানেই ভাইরাল এক দম্পতি।
মালা পরাতে গিয়ে ভাইরাল
সম্প্রতি এক দম্পতির মালা আদান প্রদানের ভিডিও ভাইরাল হয়েছে। বেশ অন্যরকমভাবে মাল্যদান করতে হাজির হলেন বর ও কনে।
একটা বড় গোল করে ঘেরা মঞ্চ (ball pit) করা। তার মধ্যে ঢুকে বর ও কনেকে মালা পরাতে হবে। আর সেই জায়গার বিশেষত্ব? গোটা জায়গাটা ভরে দেওয়া হয়েছে অজস্র বেলুনে। বর ও কনের পোশাক ও বিয়ের থিমের গোলাপী রঙের সঙ্গে মিলিয়ে বেলুনের রঙও সব গোলাপী।
ওই মঞ্চে প্রবেশের সঙ্গে সঙ্গে বর ও কনের বন্ধু ও পরিবারের লোকজন এসে গোলাপী বেলুন ভরে দিয়ে গেল। আর তার মধ্যে ঢুকেই মালা আদান প্রদান করলেন নব দম্পতি।
এমন কীর্তি কেন?
ইনস্টাগ্রামে একটি পেজ থেকে এই ভিডিও শেয়ার করা হয়। তাদের ক্যাপশন পড়ে মনে করা হচ্ছে যে শুধু একের পর এক নিয়ম নয়, সেগুলো খানিক মজায় মুড়ে বিয়ে করতেই এমন উদ্যোগ। বরং বলা ভাল বিয়ের নিয়ম কম, বাধা পেরিয়ে ভালবাসাকে জিতিয়ে দেওয়ার চেষ্টা বেশি।
Post a Comment