বিয়ার খেলে মশা বেশি কামড়ায়! দাবি গবেষণায়
ODD বাংলা ডেস্ক: মদ কি মশাকে আকৃষ্ট করে? কিংবা আরও ভাল করে বললে বিয়ার।
গবেষকদের দাবি ৮৫ শতাংশ ক্ষেত্রে জিনগত কারণে মশা কারও কারও প্রতি বেশি আকৃষ্ট হয়। তাছাড়া, যে কার্বন ডাই–অক্সাইড আমরা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বার করছি, তা–ও আকৃষ্ট করে। ৫০ মিটার দূর থেকেও তা টের পেতে পারে মশা। যারা যত বেশি পরিমাণ কার্বন ডাই–অক্সাইড বার করে, তারা তত বেশি মশাকে আকৃষ্ট করে। যে কারণে ছোটদের থেকে প্রাপ্তবয়স্কদের দিকে বেশি যায় মশা। আর সকলের চেয়ে বেশি এগিয়ে যায় অন্তঃসত্ত্বাদের দিকে। এরই পাশাপাশি শরীরের তাপ মশাদের আকৃষ্ট করে আরও বেশি। এটা ঘটনা, ২০২০ সালে ‘অ্যামেরিকান মসকিউটো কন্ট্রোল অ্যাসোসিয়েশন’ একটি সমীক্ষা চালিয়েছিল। তাতেই দেখা যায় মদ্যপান আর মশার কামড়ে সরাসরি একটি যোগ রয়েছে। সেই সমীক্ষায় দেখা গেছে, মদ্যপানের পর মশা কামড়ানোর আশঙ্কা কয়েক গুণ বেড়ে গিয়েছে অধিকাংশের ক্ষেত্রে। এমনটা কেন হয়? কেনটাকির পাবলিক হেলথ্ বিভাগের অধিকর্তা গ্রেসন ব্রাউন বলেছেন, মদ্যপানের পর দেহের তাপমাত্রা খানিকটা বেড়ে যায়। ঘাম হয়। আর তার সঙ্গেই বাড়ে শ্বাস–প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাই–অক্সাইড বার করার প্রবণতাও। তবে মদ্যপানের সময়ও মশারা আকৃষ্ট হয়। বিশেষ করে বিয়ারে মশা বেশি আকৃষ্ট হয়। কারণ বিয়ারের বোতল খুললেই বেশ খানিকটা কার্বন ডাই–অক্সাইড বেরোয়। সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায় মশাও।
Post a Comment