গরমে ব্রা পরে ত্বকের সমস্যা হচ্ছে, ব্রা না পরেই বাইরে বেরোনোর কিছু সহজ উপায়, দেখে নিন
ODD বাংলা ডেস্ক: গরমে ব্রা পরলে নানান সমস্যা হয়ে থাকে। গরমে ঘামে ত্বকের নানান সমস্যা হয়ে থাকে। গরমে ব্রা না পরেও বাইরে বেরোতেই পারেন। তার জন্য মাথায় রাখতে হবে কিছু উপায়।
গরমে ব্রা পরলে নানান সমস্যা হয়ে থাকে। গরমে ঘামে ত্বকের নানান সমস্যা হয়ে থাকে। গরমে ব্রা এর কারণে অস্বস্তিও হয় অনেক সময়েই। তবুও অনেকেই ব্রা ছাড়া বাড়ির বাইরে বেরোনোর কথা ভাবতেও পারেনা। তবে গরমে ব্রা না পরেও বাইরে বেরোতেই পারেন। সেক্ষেত্রে বেশ কিছু উপায় আপনার মাথায় রাখতে হবে। গরমে ব্রা না পরেও বাইরে বেরোতেই পারেন। তার জন্য মাথায় রাখতে হবে কিছু উপায়। ব্রা-এর বদলে ব্রা লেট পরতেই পারেন গরমে। এখন ফ্যাশানে ইন এই ব্রা লেট। ব্রা লেট পরেও সকলেও বেশ স্বচ্ছন্দ বোধ করেন আর সেই সঙ্গেই ব্রা পরার কারণে যে সব সমস্যা দেখা যায় তা হওয়ার সম্ভবনা অনেকটা কমে যায়। গরমে ওয়ার্ক আউটের টি-শার্ট পরতে পারেন ব্রা-এর পরিবর্তে, এতে কিছুটা স্বস্তি পাবেন। ফ্লোরাল প্রিন্টের কোনও টপ পরতে পারেন ব্রা-এর পরিবর্তে, সঙ্গে গলা ঢাকা হেভি জুয়েলারি।
Post a Comment