পরিপাটি করে রাখলেও রান্নার সময় কিছুই খুঁজে পান না? কী ভাবে গোছালে এমন হবে না



 ODD বাংলা ডেস্ক: বাড়ির রান্নার দায়িত্ব যাঁদের কাঁধে, তাঁদের অনেকটা সময় রান্নাঘরেই কাটাতে হয়। রান্না করতে তখনই ভাললাগে যখন রান্না ঘর পরিপাটি করে গোছানো থাকে। কিন্তু অনেক সময় এমন হয় যে কাজের সময়ে প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে থাকে না। ফলে সমস্যায় পড়তে হয়। তবে রান্নাঘর গুছিয়ে রাখার সহজ কয়েকটি কৌশল জানা থাকলে এই সমস্যা হবে না।


১) অনেকের রান্নাঘরেই বড় বড় তাক থাকে। সঠিক পরিকল্পনার অভাবে সেগুলি ফাঁকাই পড়ে থাকে। তাই সেই তাকগুলি বিভিন্ন মাপের কৌটো থরে থরে সাজিয়ে রাখুন। কিংবা মুদিখানা থেকে আনা জিনিসপত্রও সেখানে গুছিয়ে তুলে রাখতে পারেন।


১) রান্নাঘর যদি বেশ বড় হয় সেক্ষেত্রে পর্যাপ্ত জিনিসপত্র রাখার পরেও অনেকটা জায়গা ফাঁকা থেকে যাওয়ার কথা। এই ধরা যাক সিলিন্ডার রাখার জায়গায় কিংবা সিঙ্কের নীচে। সেই জায়গাগুলি যদি কাজে লাগান তাহলে বাড়তি জিনিস রাখার জায়গা পেয়ে যাবেন।


৩) রান্নাঘরের দেওয়ালকেও সুন্দর ভাবে কাজে লাগাতে পারেন। হাতা, খুন্তি, কাপ—এই জিনিসগুলি দেওয়া একটা হুক গেঁথে নিয়ে তাতে ঝুলিয়ে রাখতে পারেন। রান্নাঘর পরিপাটি দেখাবে আবার হাতের সমানে সব পেয়েও যাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.