ছেড়ে গিয়েছে মা, সন্তান স্নেহে তিন ব্যাঘ্র শাবককে আগলে সারমেয়

 


ODD বাংলা ডেস্ক: খাদ্যশৃঙ্খল (Food Ecosystem) অনুযায়ী পরস্পরের ধারেকাছেই ঘেঁষা উচিত নয় তাদের।  কিন্তু ভালবাসার সামনে সব শৃঙ্খলই ভেঙে চুরমার। আবারও হাতেনাতে মিলল তার প্রমাণ। অপত্য স্নেহে মায়ের দ্বারা পরিত্যক্ত তিন ব্যাঘ্র শাবককে (Tiger Cubs) আগলে রাখতে দেখা গেল এক সারমেয়কে (Dog Love)।  ঝড়ের গতিতে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে (Viral Video)।


সোশ্যাল মিডিয়ায় পশুপ্রেমীদের উচ্ছ্বাস


ভিডিওটি চিনের একটি চিড়িয়াখানায় তোলা বলে জানা গিয়েছে। তাতে অনাথ তিন ব্যাঘ্র শাবককে মাতৃস্নেহে আগলে রাখতে দেখা গিয়েছে ল্যাব্রাডর প্রজাতির এক সারমেয়কে।  ঘাড়ে-মাথায় উঠে ল্যাব্রাডরটিকে ঘিরে থাকতে দেখা গিয়েছে শাবক তিনটিকে। এমনকি জিরনোর সময়ও পরস্পরের গা ঘেঁষেই বসে থাকতে দেখা গিয়েছে তাদের।


প্রথম এক পশুপ্রেমীই (Animal Lover) ভিডিওটি সামনে আনেন। সেখান থেকে ঝড়ের গতিতে সেটি ছড়িয়ে পড়ে সর্বত্র।  বিশেষ করে সারমেয়প্রেমীদের মধ্যে ভিডিওটি প্রবল উৎসাহ দেখা গিয়েছে। তাঁদের মতে, বাঘ এবং সারমেয়, সম্পূর্ণ পৃথক দুই প্রজাতির পশু। কিন্তু ভালবাসাই তাদের একসূত্রে বেঁধে দিয়েছে।



উল্লেখ্য, সন্তানপ্রসবের পর বাঘিনীর দ্বারা শাবকের পরিত্যক্ত হওয়া নতুন কিছু নয়। ব্যঘ্র সংরক্ষণের হ্যান্ডবুক অনুযায়ী, বাঘিনীর মৃত্যু হলে শাবকরা যেমন একা হয়ে যায়, তেমনই সন্তান দুর্বল, শারীরিক ভাবে অক্ষম অথবা অসুস্থ হলেও বাঘিনী তাকে পরিত্যাগ করে। এমনকি সন্তানকে খাওয়াতে না পারলেও পিছন ফিরে তাকায় না তারা। 


ভালবাসার সামনে নতজানু প্রাণের মায়া


তাই মায়ের দ্বারা পরিত্যক্ত ওই তিন ব্যাঘ্র শাবক এবং সারমেয়র মধ্যেকার  বোঝাপড়া মন জিতে নিয়েছে সকলের। গত বছর এ রকম আরও একটি ভিডিও সামেন এসেছিল সাইবেরিয়া থেকে। তাতে রটওয়েইলার সারমেয়কে একটি ব্ল্যাক প্যান্থার শাবককে আগলে রাখতে দেখা গিয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.